জম্মু-কাশ্মীরে নতুন করে ব্যাপক সেনা মোতায়েন, বড় কিছু ঘটার ইঙ্গিত

2
1707
জম্মু-কাশ্মীরে নতুন করে ব্যাপক সেনা মোতায়েন, বড় কিছু ঘটার ইঙ্গিত

কাশ্মীরের উত্তরে এবং জম্মুর কিছু এলাকায় বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনী পৌঁছেছে। এতে স্থানীয় মুসলিমদের মধ্যে উদ্বেগের জন্ম নিয়েছে।

২০১৯ সালে এই অঞ্চলের বিশেষ মর্যাদাকে বাতিল করা এবং দুটি আলাদা ইউনিয়নে বিভক্ত হওয়ার পর এই প্রথম এতো বিপুল পরিমান সেনা এই অঞ্চলে মোতায়েন করা হলো।

স্থানীয়রা বলছেন, এই অঞ্চলে এমন বিপুল সংখ্যক সেনা মোতায়েন বড় কিছু ঘটারই ইঙ্গিত বহন করে। তাই এ নিয়ে উদ্বেগের জন্ম হয়েছে।

সূত্র: এনডিটিভি

2 মন্তব্যসমূহ

Leave a Reply to abu musab প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালিবানের ইস্তেশহাদী হামলায় ৮০ মুরতাদ সৈন্য নিহত, আহত আরো কয়েক ডজন
পরবর্তী নিবন্ধখোরাসান | তালিবানদের বীরত্বপূর্ণ হামলায় ১৮৩ এরও বেশি মুরতাদ কাবুল সৈন্য হতাহত