ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, তালেবান মুজাহিদিনরা সার-ই-পল প্রদেশের সজমা কালা জেলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন।
জানা যায়, গত ১১ জুন শুক্রবার দুপুর ৩টা নাগাদ কাবুল বাহিনীর ৬০ জনের অধিক সৈন্য তাদের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদসহ তালেবান মুজাহিদদের নিকট আত্মসমর্পণ করে।
এর আগে জানবাজ মুজাহিদরা জেলাটির নিকটে গুরুত্বপূর্ণ ঘাটি ও অবশিষ্টাংশ দখল করে নেন। ফলে সজমা কালা জেলার প্রশাসনিক কার্যালয় মুজাহিদদের আওতায় চলে আসে।
জেলাটি মুক্তকরণ অভিজানকালে কাবুল সৈন্যরা ব্যপক ক্ষয়ক্ষতির শিকার হয়। বাঘাউয়ি এলাকার মূল ঘাটিতে মুজাহিদদের অভিযানকালে বহু কাবুল সৈন্য হতাহত ও আটক হয়েছে।
সার-ই-পলে তালেবান মুজাহিদদের তীব্র আক্রমণের ফলে কাবুল সৈন্যরা মনোবল হারিয়ে ঘাটি ও চৌকি ছেড়ে পালিয়ে গেছে।
আলহামদুলিল্লাহ