গত চার দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রংপুর থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হয়েছেন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিখোঁজ হবার সময় তার সাথে গাড়িচালকসহ আরো তিনজন সহকর্মী ছিলেন।
সেই তিনজন সহকর্মী এবং গাড়িটিরও কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে অভিযোগ করছেন আদনানের পরিবার। আদনানের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোন থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করছেন তার পরিবার।
আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের স্ত্রী সাবেকুন নাহার বিবিসি বাংলাকে বলেছেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তিনি বলেন, রাত ২টা ৩৭ মিনিটে তার (মি. আদনান) সাথে শেষ কথা হয়, তিনি তখন বলেছেন কাছাকাছি চলে আসছেন।
উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত তিনটা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি। তিনি বলেছেন, নিখোঁজ হবার সময় তার সাথে গাড়িচালকসহ আরো তিনজন সহকর্মী ছিলেন।
তিনি বলেছেন, স্বামীর নিখোঁজ হবার বিষয় নিয়ে শুক্রবার বিকেলেই পুলিশের শরণাপন্ন হন তারা। কিন্তু গাবতলী সংলগ্ন দারুসসালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা গ্রহণ করেনি।
সাবেকুন নাহার অভিযোগ করেন, থানায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। কোন থানাই দায়িত্ব নিচ্ছে না, এক থানা আরেক থানাকে দেখিয়ে দিচ্ছে।
আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের পরিবারের অভিযোগের বিষয়ে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, কোন সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেননি তারা।
উল্লেখ্য, বাংলাদেশে নিখোঁজ ব্যক্তিকে অনুসন্ধানের জন্য পুলিশের আলাদা কোন বিভাগ নেই।
আল্লাহ তা’আলা তাঁকে অতি দ্রুত নিরাপদে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিন। তাগুতের হাতে বন্দি হলে দ্রুত মুক্তির ব্যবস্থা করুন। আমীন।
আল্লাহ তা’আলা শাইখকে অতি দ্রুত নিরাপদে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিন। তাগুতের হাতে বন্দি হলে দ্রুত মুক্তির ব্যবস্থা করুন। আমীন।
আল্লাহ আপনি উনাকে হিফাজত করুন
আর এই মুরতাদের থেকে উম্মাহ কে রক্ষা করুন
আল্লাহ তায়ালা আবু তহা ভাই কে কবুল করুন তাকে হেফাজত করুন তিনার পরিবার কে হেফাজত করুন আমিন
হায়, আমার রব আপনি শায়েক কে হেফাজত করুন। আমিন
প্রিয় ভাই আল্লাহ ত তার নেক বান্দাদের কে হেফাজত করবে। কিন্তু আমার আপনার একে অপরের জন্য কিছু করার নেই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন