টেকনাফের নাফনদীর তীরে ভিড়লো দুই শিশুসহ এক নারীর মরদেহ

0
1141
নাফনদীর তীরে ভিড়লো দুই শিশুসহ এক নারীর মরদেহ

কক্সবাজারের টেকনাফের নাফনদীর তীর থেকে দুই শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো মা-সন্তান ও রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১২ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলার মৌলভীবাজার সীমান্তের নাফ নদীর তীর থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, মৃতদেহ পাওয়া তিনজনই রোহিঙ্গা। নাফ নদী পার হতে গিয়ে হয়তো তাদের মৃত্যু হতে পারে।

রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক অসমর্থিত একটি সূত্র মতে, নিহতরা রোহিঙ্গা ক্যাম্প-১১ (বালুখালী)’র বাসিন্দা জানে আলমের স্ত্রী-সন্তান। জানে আলমের পরিবার শুক্রবার রাতে সবার অগোচরে নৌকা যোগে মিয়ানমার পার হতে গিয়ে নৌকা ডুবিতে স্ত্রী-সন্তান মারা গেছে। তার পরিবারের ৫ সদস্যের মাঝে তিনজনের মরদেহ পাওয়া গেলেও অপর দুজন এখনো নিখোঁজ। মো. জানে আলমের বাবার নাম মো. রশিদ। তিনি ক্যাম্প-১১ এর ব্লক-সি-১৫ বাসিন্দা এবং এফসি নং-১৯৯২৬৩।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় মালাউন পুলিশের প্রকাশ্য গুলিতে ৩ মুসলিম নিহত
পরবর্তী নিবন্ধচারদিনেও খোঁজ মেলেনি ‘আলোচিত তরুণ বক্তা’ মুহাম্মদ আদনানের