উত্তর আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে থেকে মুরতাদ কাবুল প্রশাসনের ৩০০ এরও বেশি সেনা সদস্য তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছে। তালিবান এদিন হেলমান্দের গিরিসাক জেলাও বিজয় করে নিয়েছেন।
আঞ্চলিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আফগানিস্তানের উত্তরাঞ্চলিয় জোটের সমন্বয়ে গঠিত ফারিয়াব প্রদেশের শিরিন তাগাব জেলার কয়েকশ সেনা, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা কর্মী তালিবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছ।
সূত্রগুলি জানিয়েছে যে আত্মসমর্পণকারী সামরিক সদস্যদের সংখ্যা ৩০০ এরও বেশি, তালিবানে যোগদানকারী সদস্যদের মধ্যে স্থানীয় পুলিশ, সেনা এবং রশিদ দোস্তমের অনুগত মিলিশিয়ারাও রয়েছে।
তালেবান সূত্রে প্রদত্ত ফুটেজে দেখা গেছে যে, আত্মসমর্পণকারী কাবুল বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র নিয়ে তালেবানে যোগদান করেছিল।
অন্যদিকে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলিয় হেলমান প্রদেশের গিরিসাক জেলাটিও আজ (১৮ জুন) সকালে তালিবান মুজাহিদিন দখল করে নিয়েছেন। ২০০১ সালে মার্কিন আক্রমণ শুরু হওয়ার পরে প্রথমবারের মতো তালিবানরা গিরিসাক জেলা দখল করেছেন।