কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথম সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছে ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ।
মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের এ সফরে সে আবুধাবি ও দুবাইতে ইসরাইলি কনস্যুলেট কার্যালয় উদ্বোধন করবে। ইসরাইল থেকে তাকে বহনকারী উড়োজাহাজ ছাড়ার সময় লাপিদ টুইটারে একটি ছবি পোস্ট করে তার সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।
আল-জাজিরা জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইসরাইলের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম আমিরাত সফর। অন্যদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদেরও প্রথম রাষ্ট্রীয় সফর এটি।
গত আগস্টে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন একটি বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। ১৯৪৮ সালে অবৈধ রাষ্ট্র ইসরাইলের স্বাধীনতার ঘোষণার পর ইসরাইল ও আরবের মধ্যে এটি তৃতীয় চুক্তি। এর আগে মিসর ১৯৭৯ সালে ও জর্ডান ১৯৯৪ সালে চুক্তি স্বাক্ষর করেছিল।
ইহুদিবাদী দখলদার ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির পর গত জানুয়ারিতে তেলআবিবে দূতাবাস প্রতিষ্ঠার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রিসভা।
এ ছাড়া আবুধাবিতে দূতাবাস খুলে সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতও নিয়োগ দিয়েছে দখলদার ইসরাইল।
সংগৃহীতঃ যুগান্তর