ভারতে মসজিদে হিন্দিতে আজান দেওয়ার জন্য সরকারের কাছে BJP নেতার আবেদন

1
958
ভারতে মসজিদে হিন্দিতে আজান দেওয়ার জন্য সরকারের কাছে BJP নেতার আবেদন

ভারতীয় জনতা পার্টির প্রচার সাহিত্য বিভাগের সহ-পর্যবেক্ষক বিকাশ প্রীতম সিনহা বুধবার সরকার আর মৌলবিদের কাছে মসজিদে আজান পড়ার সময় আরবি ভাষার পাশাপাশি ভারতীয় ভাষার ব্যবহার করার আবেদন জানিয়েছে। তিনি বলেন, দেশজুড়ে লক্ষ লক্ষ মসজিদ থেকে দিনে পাঁচ বার আরবি ভাষায় আজান পড়া হয়, কিন্তু দুঃখের বিষয় হল কোটি কোটি ভারতীয় আরবি ভাষা বোঝেই না

প্রীতম সিনহা টুইট করে লেখেন, ‘দেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে দিনে ৫ বার আরবি ভাষায় শোনান আজান এই দেশের কোটি কোটি অ-আরবি মানুষ বুঝতেই পারেনা।

আরেকদিকে, কর্ণাটকে ওয়াকফ বোর্ড রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত মসজিদ আর দরগাহে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এভাবেই ঝাড়খণ্ড হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে রাস্তায় নামাজ পড়া আর মাইকে আজান দেওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করা হয়েছিল।

১টি মন্তব্য

  1. আর বেশি দিন নয়। অপেক্ষা কর অভিশপ্তের দল। গলায় তোদের ঝুলবে শিকল। তোদের টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলবো ইনশাআল্লাহ।
    ওহে হিন্দের মুসলিম ভাই আমার, বিজয়ের সুসংবাদ গ্রহণ করুন। অটল অবিচল থাকুন।
    আল্লাহ তা’আলা আমাদের বিজয় দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন ।

Leave a Reply to মুআয প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিম জনসংখ্যা কমাতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাকিস্তান | পাক-তালিবানের হামলায় ৭ মুরতাদ সেনা হতাহত