আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল ক্রুসেডার জার্মানি, ইতালি ও রোমানিয়া

2
1644
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল ক্রুসেডার জার্মানি, ইতালি ও রোমানিয়া

আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ক্রুসেডার জোটের অংশীদার রাষ্ট্র জার্মানি, ইতালি ও রোমানিয়া।

গত ৩০ জুন বুধবার জার্মানি সেনারা আফগানিস্তান ছেড়ে নিজ দেশে পৌঁছায়। এর আকদিন আগে মঙ্গলবার আফগানিস্তান ছাড়ে ক্রুসেডার ইতালিয়ান সেনা। এমনিভাবে গত শনিবার রাতে ক্রুসেডার রোমানিয়ান সেনারাও আফগানিস্তান ছেড়ে চলে যায়।

গত ২০ বছর তালিবান বিরুধী আফগান যুদ্ধে দেশটিতে নিরপরাধ মানুষ হত্যা ও ইসলাম নির্মূল মিশনে অংশগ্রহণ করে ১,৫০,০০০ (দেড় লাখ) জার্মানি, ৫০ হাজার ইতালিয়ান ও রোমানিয়ার ৩২ হাজার ক্রুসেডার সেনা।

এই যুদ্ধে তালিবান ও আল-কায়েদা মুজাহিদদের হামলায় ইতালির ৫৩, জার্মানির ৫৯ এবং রোমানিয়ার ২৭ সেনা নিহত হয়েছে বলে অফিসিয়ালি একটি তথ্য প্রকাশ করেছে ক্রুসেডার দেশগুলো। এই পরিসংখ্যান দেখে সাধারণ বিবেকবান প্রতিটি মানুষই বলতে পারবেন যে, এটি লোক দেখানো ক্রুসেডারদের প্রকাশিত একটি পরিসংখান। হতাহতের বাস্তব চিত্র আরও অনেক অনেক গুণ বেশি ও ভয়াবহ।

মুজাহিদদের হাতে নিজেদের লাঞ্চনাকর পরাজয় ঢাকতে প্রত্যেকটা ক্রুসেডার রাষ্ট্রই এখন নিজেদের ক্ষয়ক্ষতি আর হতাহতের সঠিক তথ্য গোপন করার চেষ্টা করছে।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাসিক রিপোর্ট | কাবুল প্রশাসনের ১৫৩৩ কর্মকর্তার তালিবানে যোগদান
পরবর্তী নিবন্ধইডেন কলেজের সামনে থেকে কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার