মাসিক রিপোর্ট | কাবুল প্রশাসনের ১৫৩৩ কর্মকর্তার তালিবানে যোগদান

1
1501
মাসিক রিপোর্ট | কাবুল প্রশাসনের ১৫৩৩ কর্মকর্তার তালিবানে যোগদান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দাওয়াহ্ ও গাইডেন্স কমিশনের দাওয়াতি মেহনতের ফলে, গত মে মাসে কাবুল প্রশাসনের ১৫৩৩ কর্মকর্তা ইমারতে ইসলামিয়ার পতাকাতলে এসে মিলিত হয়েছেন।

গত মে মাসব্যাপী ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দাওয়াহ ও গাইডেন্স কমিশনের জানবায মুজাহিদদের অক্লান্ত পরিশ্রমে সমগ্র আফগানিস্তান জুড়ে কাবুল প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত ১৫৩৩ জন কর্মকর্তা তালিবানদের পতাকাতলে শামিল হয়েছেন।

দূর্ণীতিগ্রস্ত কাবুল প্রশাসনের এসব সৈন্য ও কর্মকর্তারা বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, যোগাযোগ যন্ত্র, সামরিক যন্ত্রপাতি নিয়ে ইমারতে ইসলামিয়ার পতাকাতলে যোগদান করেছেন।

তালেবানে যোগ দেয়া কাবুল প্রশাসনের এসব কর্মকর্তারা ইসলাম বিরোধী, দখলদার, দেশীয় ও আন্তর্জাতিক শত্রুদের সাথে সবধরণের সম্পর্ক ছিন্ন করে আফগানদের ঐক্যমতে পূর্ণাঙ্গ একটি ইসলামি শাসন-ব্যাবস্থা প্রতিষ্ঠার দৃঢ় শপথ নিয়েছেন।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দাওয়াহ্ ও গাইডেন্স কমিশনের কর্মকর্তারা এসময় তালিবানের কাতারে শামিল হওয়া নতুনদের স্বাগত জানিয়ে উপহার প্রদান করেন।

তালিবান কর্মকর্তারা আশা করেন কাবুল প্রশাসন কর্মীদের আত্মশুদ্ধি আফগানিস্তানে ইসলামি শাসন প্রতিষ্ঠায় কল্যাণ বয়ে আনবে।

 

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিজ হাতেই দোকান ভাঙ্গতে বাধ্য করা হচ্ছে ফিলিস্তিদের
পরবর্তী নিবন্ধআফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল ক্রুসেডার জার্মানি, ইতালি ও রোমানিয়া