মুসিলমানদের প্রাণপ্রিয় রাসুল মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা ডেনিশ কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড মারা গেছে। গত রোববার এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তার পরিবার জানায়, ১৪ জুলাই কোপেনহেগেনে তার মৃত্যু হয়। ৮৬ বছর বয়সী ওয়েস্টারগার্ড দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। ডেনমার্কের এ কার্টুনিস্ট জাইল্যান্ডস-পোস্টেন পত্রিকায় ১৯৮০ সালের আগে থেকে কাজ করত।
তার আঁকা কার্টুন ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি হেবদো-তে প্রকাশিত হলে তা বিশ্বব্যাপী মুসলিমদের ক্ষোভ প্রকাশ করে। ২০১৫ সালে ওই ম্যাগাজিনটির কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ম্যাগাজিনটির সম্পাদক ও নামকরা তিনজন কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়। আর দুই হামলাকারী শহিদ হন।
এর কয়েকদিন পর প্যারিসে আরেকটি হামলায় ৫ জন নিহত হয়। সেই হামলার সঙ্গে আগের হামলার যোগসূত্র রয়েছে বলেও দাবি করা হয়।
ডেনমার্কের নাগরিক কার্ট ১৯৮০’র দশক থেকেই জিল্যান্ড-পোস্টেন এ কার্টুনিস্ট হিসেবে কাজ করা শুরু করে। এই পত্রিকায় ২০০৬ সালের শুরুর দিকে ‘দ্য ফেস অফ মুহাম্মদ’ শিরোনামে ১২টি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়। তবে তা প্রকাশের পর অনেকটাই আড়ালে চলে গেলেও একটি নির্দিষ্ট ব্যঙ্গচিত্রের জন্য দুই সপ্তাহ পর এগুলো প্রকাশ্যে আসে। পরবর্তীতে কোপেনহেগেনে এর তীব্র বিরোধীতা করা হয়। ২০০৬ সালের ফেব্রুয়ারীতে মুসলিম বিশ্বে এন্টি-ডেনিশ মুভমেন্টের মূল কারণও ছিলো এই ব্যঙ্গচিত্র। সূত্র : ডেইলি মেইল, বিবিসি
আল্লাহ তায়ালা যেন
তার শাস্তি বাড়ীয়েদেন এবং জাহান্নামের
নিম্ম স্তানে দাখিল করেন
( আমিন)
আলহামদুলিল্লাহ