প্রধানমন্ত্রী হিশেম মেচিচি’কে বরখাস্ত করার পর আল জাজিরার তিউনিস অফিসে পুলিশের অভিযান

0
1007
প্রধানমন্ত্রী হিশেম মেচিচি’কে বরখাস্ত করার পর আল জাজিরার তিউনিস অফিসে পুলিশের অভিযান

প্রধানমন্ত্রী হিশেম মেচিচি’কে বরখাস্ত করে পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেছে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। এর পরপরই রাজধানী তিউনিসে আল জাজিরার ব্যুরো অফিসে ঝড়ো গতিতে অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় ওই অফিস থেকে সব স্টাফকে তারা বের করে দেয়। পুলিশ বলেছে, তারা নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এ সময় সব সাংবাদিককে ওই অফিস ত্যাগ করতে নির্দেশ দেয় তারা।

তিউনিসে অবস্থানরত আল জাজিরার সাংবাদিকরা বলেন, সোমবার সাদা পোশাকে ভারি অস্ত্রধারী কমপক্ষে ২০ জন পুলিশ কর্মকর্তা তাদের অফিসে প্রবেশ করে। তবে তারা কোনো তল্লাশির ওয়ারেন্ট দেখাতে পারেনি।

তিউনিসে আল জাজিরার ব্যুরো প্রধান লুতফি হাজি বলেছেন, নিরাপত্তা রক্ষাকারীরা আমাদের অফিসে এমন তল্লাশি অভিযান চালানোর আগে কোনো রকম নোটিশ দেয়নি।

তবে নিরাপত্তা রক্ষাকারীরা বলেছে, দেশের বিচার বিভাগের নির্দেশনা অনুসরণ করছে তারা। সাংবাদিকরা বলেছেন, নিরাপত্তা রক্ষাকারীরা তাদেরকে ফোন বন্ধ করার নির্দেশ দেয়। অফিসের ভিতরে রেখে আসা ব্যক্তিগত জিনিসপত্র আনতে তাদেরকে আর ভিতরে ঢুকতে দেয়া হয়নি। তারা সব কিছু জব্দ করেছে।

এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছে সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদআউট বর্ডারস।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমরক্কোর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করল সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী দল বিজেপির সাংগঠনিক বৈঠকে হাতাহাতি, যুবনেতার মৃত্যু