খোরাসান | নূরস্তানের বার্গামতল জেলা এখন তালিবানের নিয়ন্ত্রণে

0
797
খোরাসান | নূরস্তানের বার্গামতল জেলা এখন তালিবানের নিয়ন্ত্রণে

আফগানিস্তানের নূরস্তান প্রদেশের বার্গামতল জেলা এবং এর সাথে সম্পর্কিত সরকারী সকল গুরুত্বপূর্ণ স্থান নিয়ন্ত্রণে নিয়েছেন তালিবান মুজাহিদিন।

তালিবানের কেন্দ্রীয় একজন মুখপাত্র- মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ (হাফিজাহুল্লাহ্) তাঁর টুইটারে লিখেছেন যে, (২৭ জুলাই) সকালে নুরিস্তান প্রদেশের বার্গামতল জেলা সদর, পুলিশ সদর দফতর এবং অন্যান্য সুযোগ-সুবিধাগত গুরুত্বপূর্ণ স্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছেন তালিবান মুজাহিদিন।

তিনি আরও জানান, তালিবানরা জেলা কেন্দ্রে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ গনিমত লাভ করেছেন।

বার্গামতল পতনের বিষয়ে কাবুল সরকার এখনও কোনও মন্তব্য করেনি, তবে গত দু’মাসেরও বেশি সময় ধরে তালিবানদের অবরোধকৃত জেলা তালিকায় ছিল বার্গামতল।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদেরকে নিজের ঘর ভাঙতে বাধ্য করছে সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধসোমালিয়া | আশ-শাবাবের বীরত্বপূর্ণ হামলায় ৪ কমান্ডারসহ ১৮ মুরতাদ সৈন্য হতাহত