আফগানিস্তানের নূরস্তান প্রদেশের বার্গামতল জেলা এবং এর সাথে সম্পর্কিত সরকারী সকল গুরুত্বপূর্ণ স্থান নিয়ন্ত্রণে নিয়েছেন তালিবান মুজাহিদিন।
তালিবানের কেন্দ্রীয় একজন মুখপাত্র- মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ (হাফিজাহুল্লাহ্) তাঁর টুইটারে লিখেছেন যে, (২৭ জুলাই) সকালে নুরিস্তান প্রদেশের বার্গামতল জেলা সদর, পুলিশ সদর দফতর এবং অন্যান্য সুযোগ-সুবিধাগত গুরুত্বপূর্ণ স্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছেন তালিবান মুজাহিদিন।
তিনি আরও জানান, তালিবানরা জেলা কেন্দ্রে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ গনিমত লাভ করেছেন।
বার্গামতল পতনের বিষয়ে কাবুল সরকার এখনও কোনও মন্তব্য করেনি, তবে গত দু’মাসেরও বেশি সময় ধরে তালিবানদের অবরোধকৃত জেলা তালিকায় ছিল বার্গামতল।