সোমালি মুরতাদ বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় আল-কায়েদার পাল্টা হামলায় ৩ অফিসারসহ নিহত ৯ সেনা, আহত আরও ১ অফিসারসহ ৯ মুরতাদ সেনা।
হারাকাতুশ শাবাব নিয়ন্ত্রিত সোমালিয়ার আউমাদা শহর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে সোমালি মুরতাদ বাহিনী। যার প্রেক্ষিতে গত কয়েকদিন যাবত শহরটিতে দফায় দফায় হামলা চালাচ্ছে মুরতাদ বাহিনী। কিন্তু প্রতিবারই মুজাহিদদের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে।
এই ধারাবাহিতায় গত (২৬ জুলাই) শহরটির নিয়ন্ত্রণ নিতে অভিযান চালায় সোমালি স্পেশাল ফোর্স সহ কয়েকটি মুরতাদ ফোর্স। স্থানীয়দের তথ্যমতে আক্রমণকারী সেনাদের সংখ্যা শতাধিক।
অপরদিকে শহরের উপর নিয়ন্ত্রণ ধরে রাখা হারাকাতুশ শাবাব মুজাহিদিন মুরতাদ বাহিনীর এসব হামলার প্রতিক্রিয়ায় তীব্র হামলা চালান সেনাদের উপর। আশ-শাবাব মুজাহিদদের তীব্র প্রতিরোধ ও বিপজ্জনক হামলার সামনে টিকতে না পেরে পূর্বের মত এদিনও কয়েক ঘণ্টার তীব্র লড়াইয়ের পর মুরতাদ সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়।
ততক্ষণে হারাকাতুশ শাবাব মুজাহিদিন মুরতাদ বাহিনীর ভাড়াটিয়া কমান্ডার “জেরি হাসান আলমী”, অফিসার “আব্বি রিকি”, সুরক্ষা ও গোয়েন্দা সংস্থার অফিসার “ওমর দরওয়া” সহ সরকারী মিলিশিয়াদের ৯ সদস্যকে হত্যা করতে সক্ষম হন । এছাড়াও “বাকাল” নামে প্রথম সারির লেফটেন্যান্ট সহ আরও ৯ সেনাকে গুরুতর আহত করেন মুজাহিদগণ।