ত্রিপুরায় বিদ্রোহীদের হামলায় বিএসএফের ২ মালাউন নিহত

0
1595
ত্রিপুরায় বিদ্রোহীদের হামলায় বিএসএফের ২ মালাউন নিহত

ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে টহল চলাকালে বিদ্রোহীদের হামলায় ভারতীয় সীমান্ত সন্ত্রাসী বাহিনী বিএসএফের দুই সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে ত্রিপুরার ধলাই জেলায় চৌমানু পুলিশ স্টেশন ও আরসি নাথ বর্ডার আউটপোস্টের কাছে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুইজনের একজন সাবইন্সপেক্টর ও একজন কনস্টেবল। আগরতলা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। বিএসএফ সূত্র জানায়, নিহত সাবইন্সপেক্টরের নাম ভুরু সিং ও কনস্টেবল রাজকুমার।
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অরিন্দমনাথ বলেন, দুইজনই সীমান্তে পেট্রলিং করছিল।

আমাদের ধারণা, তারা আগে থেকেই এলাকায় গা ঢাকা দিয়ে ছিল। আচমকাই হামলা চালিয়ে পালিয়ে যায়। এরপর তারা ভারত- বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে বিএসএফ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, তাদের সঙ্গে বিএসএফের গুলি বিনিময় হয়। তখনই বিএসএফের দুজন জখম হয়ে ও পরে তাঁদের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর থেকেই বিএসএফের সার্ভিস রাইফেলগুলি পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে গেরিলারা সেগুলিকে নিয়ে চম্পট দিয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের পদধ্বনি- ২ || বিশ বছর মেয়াদী আফগান যুদ্ধ ও আমাদের শিক্ষা
পরবর্তী নিবন্ধআফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলীয় দেশ মরিশাসে গোপনে সামরিক নৌঘাটি নির্মাণ করছে ভারত