ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে টহল চলাকালে বিদ্রোহীদের হামলায় ভারতীয় সীমান্ত সন্ত্রাসী বাহিনী বিএসএফের দুই সদস্য নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে ত্রিপুরার ধলাই জেলায় চৌমানু পুলিশ স্টেশন ও আরসি নাথ বর্ডার আউটপোস্টের কাছে এ হামলার ঘটনা ঘটে। নিহত দুইজনের একজন সাবইন্সপেক্টর ও একজন কনস্টেবল। আগরতলা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। বিএসএফ সূত্র জানায়, নিহত সাবইন্সপেক্টরের নাম ভুরু সিং ও কনস্টেবল রাজকুমার।
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অরিন্দমনাথ বলেন, দুইজনই সীমান্তে পেট্রলিং করছিল।
আমাদের ধারণা, তারা আগে থেকেই এলাকায় গা ঢাকা দিয়ে ছিল। আচমকাই হামলা চালিয়ে পালিয়ে যায়। এরপর তারা ভারত- বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে বিএসএফ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, তাদের সঙ্গে বিএসএফের গুলি বিনিময় হয়। তখনই বিএসএফের দুজন জখম হয়ে ও পরে তাঁদের মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর থেকেই বিএসএফের সার্ভিস রাইফেলগুলি পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে গেরিলারা সেগুলিকে নিয়ে চম্পট দিয়েছে।