খোরাসান | হেলামান্দে ১৭০ এরও বেশি কাবুল সেনার তালিবানে যোগদান

2
1358
খোরাসান | হেলামান্দে ১৭০ এরও বেশি কাবুল সেনার তালিবানে যোগদান

তালেবানদের বিজয়ে পশ্চিমা মদদপুষ্ট কাবুল বাহিনীর মাঝে আত্মসমর্পণের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। যার ধারাবাহিতায় গত এক দিনে শুধু হেলমান্দ প্রদেশ থেকেই ১৭০ এরও বেশি কাবুল সৈন্য তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছে।

তালিবান সমর্থক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট বুধবার, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের ৪ অঞ্চল থেকে প্রায় ১৭০ এরও বেশি কাবুল সৈন্য তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছে। এসময় তারা বিপুল পরিমাণে অস্ত্র ও বেশ কিছু সাঁজোয়া যানও মুজাহিদদের কাছে হস্তান্তর করেছেন।

এরমধ্যে হেলমান্দের জার্মাসির শহরে কাবুল প্রশাসনের পুলিশ ও পুতুল সেনাবাহিনীর ৮৪ সদস্য  পদত্যাগ করেছে এবং স্বেচ্ছায় তালিবান মুজাহিদদের কাছে এসে আত্মসমর্পণ করেছে। এসময় তারা বেশ কিছু সাঁজোয়া যান ও অস্ত্র মুজাহিদদের কাছে হস্তান্তর করেছেন।

এমনভাবে প্রাদেশিক রাজধানী লশকারগাহের পুলিশ হেডকোয়াটার থেকেও এদিন ৯ সেনা সদস্য ১২ অস্ত্রসহ তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছে।

অপরদিকে মারজাহ শহর থেকে এদিন বেশ কিছু সেনা ও পুলিশ সদস্য মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে। যাদের সংখ্যা ৪৭ জন বলে জানানো হয়েছে।

একইভাবে গারিশাক শহর থেকেও এদিক কাবুল প্রশাসনের বেশ কয়েকজন কমান্ডার তাদের ৩০ সেনা সদস্য ও ৭টি সাঁজোয়া যান নিয়ে তালিবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছেন।

IMG-20201031-144806

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়া | ক্রুসেডার বাহিনীর সামরিক ঘাঁটিতে আল-কায়েদার বীরত্বপূর্ণ হামলা
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || জুলাই ৫ম সপ্তাহ, ২০২১ঈসায়ী ||