রাজশাহীতে মহানগরীর বোসপাড়া পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: শামীম এক গৃহবধূকে যৌন নিপীড়ন করেছে।
গতকাল সোমবার (৯ আগস্ট) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক তাকে প্রত্যাহার করেন। এই ঘটনায় সোমবার বিকালে মেয়েটির মা বোয়ালিয়া থানায় এএসআই শামীমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮ বছর বয়সী ওই গৃহবধূর বাড়ি নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে। স্বামীর নির্যাতনের কারণে তিনি পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন। এরপর মহানগরীর বোসপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই শামীম তদন্ত করে আসেন।
সেদিন তিনি ওই গৃহবধূকে পুলিশ ফাঁড়িতে ডেকে পাঠান। সে অনুযায়ী রোববার সকালে ওই গৃহবধূ তার মাকে নিয়ে ফাঁড়িতে যান। এ সময় এএসআই শামীম ওই গৃহবধূর মাকে রুমের বাইরে যেতে বলেন। ওই গৃহবধূ রুমে একা থাকলে এএসআই শামীম তার শ্লীলতাহানি ঘটান। এ ঘটনায় সন্ধ্যায় ওই গৃহবধূর বাবা বোয়ালিয়া থানায় এএসআই শামীমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
মেয়েটির বাবা বলেন, মেয়েটি রোববার দুপুরে তার মাকে সঙ্গে করে পুলিশ ফাঁড়িতে যায়। এ সময় বাইরে একজন সেন্ট্রি ছিলেন। ভেতরে এএসআই শামীম ছিলেন একা। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কথা বলার জন্য মেয়েটির মাকে শামীম বাইরে যেতে বলেন। মেয়েটির মা বাইরে এসে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই মেয়েটি চিৎকার করে কাঁদতে কাঁদতে বাইরে বের হয়ে আসেন এবং ওই পুলিশ তাকে যৌন নিপীড়ন করেছেন বলে জানান।