দীর্ঘ দুই দশক পর ফের আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছে তালেবনা। এর মধ্যে প্রেসিডেন্ট আবদুল গনি তাজিকিস্তান পাড়ি জমিয়েছেন। সেই সঙ্গে দেশটিতে ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে। তবে সাধারণ মানুষের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেও সেখানে এখন পর্যন্ত বড় ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
তালেবানের কাবুল দখল নিয়ে বিশ্বের ইসলামী স্কলারবৃন্দ নানা অভিমত প্রকাশ করছেন। পাকিস্তানের শীর্ষ আলেম ও সাবেক বিচারক মুফতি মুহাম্মদ তাকি উসমানি এক টুইট বার্তায় লেখেন, ‘শান্তিপূর্ণ উপায়ে তালেবানের কাবুল প্রবেশ, সাধারণ ক্ষমা ঘোষণা ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নিশ্চয়তা আমাদের মক্কা বিজয়ের ঘটনা স্মরণ করিয়ে দেয়।’
টুইট বার্তায় তিনি আরো লিখেন, ‘দুই দশকে তালেবানের ঘটনাগুলো প্রযুক্তির উৎকর্ষতায় ভরপুর পৃথিবীকে এ কথা শিখিয়ে দিল যে ঈমানের দৃঢ়তার সামনে কোনো শক্তির দাঁড়ানোর সামর্থ্য নেই। তবে শর্ত হলো, তাদেরকে আত্মোৎসর্গের জন্য প্রস্তুত থাকতে হবে। আহ, আমাদের মুসলিমবিশ্ব যদি এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করত!’
The peaceful entry of Taliban in Kabul, their announcement of general amnesty and ensuring peaceful transfer of power reminds us the conquest of Makkah. It has proved to the world that no power of high-tech forces can stand before the power of trust in Allah. A lesson for all.
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) August 16, 2021
کابل میں طالبان کے پرامن داخلے، عام معافی اور امن کی ضمانت نے فتح مکہ کی یاد تازہ کی اور دنيا بھر کی ٹیکنالوجی سے لیس طاقتوں کو عملاًُ بتادیا کہ ایمان کی قوت کے آگے کوئی طاقت ٹھہر نہیں سکتی بشرطیکہ وہ ہر قربانی کے لئے تیار ہو کاش ہم اور عالم اسلام اس معجزے سے سبق لے سکیں
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) August 15, 2021
আবারো আমাদের সূরা নাসর-কে স্মরণ করা উচিত. বিজয় বহু মানুষের অন্তর চক্ষু খুলে দেয়… আল্লাহ সবাইকে ইসলামের বিজয়ে কাজ করার তাওফিক দান করুন, আমীন.
আজ যদি শায়েখ উসামা মোল্লা উমর জীবিত থাকতেন….. আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন. আমীন..
বানানের প্রতি খেলার রাখার জন্য বিনীত অনুরোধ রইলো মুহতারাম ভাইয়েরা!
প্রেসিডেন্ট ‘আশরাফ গনী’ এর জায়গায় ‘আব্দুল গনী’ লিখা হয়েছে। খুব বড় ভুল এটা। সংশোধন করে নিলে ভালো হয়, ইনশাআল্লাহ।
জি, অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন।
আলহামদুলিল্লাহ শায়েখ সুন্দর একটা কথা।
উম্মাহর মুরুব্বিদের কাছে আমরা এমন কিছুই প্রত্যাশা করি।