প্রয়োজনে তালিবানের সঙ্গেও কাজ করবে বরিস, কাবুল-প্রশ্নে আরও নিঃসঙ্গ দিল্লি

0
1367
প্রয়োজনে তালিবানের সঙ্গেও কাজ করবে বরিস, কাবুল-প্রশ্নে আরও নিঃসঙ্গ দিল্লি

আফগানিস্তানের সমস্যা কূটনৈতিক ভাবেই মেটানোর চেষ্টা করা হবে। প্রয়োজনে তালিবানের সঙ্গে কাজ করতেও রাজি সরকার, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথাই বলেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। আফগানিস্তানে তালিবান কর্তৃত্বকে আগেই প্রচ্ছন্ন সমর্থন দিয়ে রেখেছে রাশিয়া এবং চীন। সমর্থন করেছে পাকিস্তান। রবিবারই পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি কাবুল পৌঁছেছে।  ব্রিটেনও তালিবান-প্রশ্নে আগের অবস্থান থেকে সুর ‘নরম’ করায় নয়াদিল্লি আরও নিঃসঙ্গ হয়ে পড়েছে বলেই মনে করছেন ভূ-রাজনীতির বিশেষজ্ঞরা।

এদিকে তালিবান-প্রশ্নে মাথা না-ঘামানোর বার্তাই দিয়েছে চীন। রুশ প্রেসি়ডেন্ট ভ্লাদিমির পুতিনও সম্প্রতি বলেছে, ‘‘তালিবান আফগানিস্তান নিয়ন্ত্রণ নিয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়।’’ মোদ্দাকথা, তালিবান নিয়ে বিশেষ মাথা ঘামাবে না।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | ইমারতে ইসলামিয়ার অধীনে কাবুল বাসীর জীবন-যাত্রা
পরবর্তী নিবন্ধমিয়ানমার সন্ত্রাসী জান্তার হাতে বন্দি আরও ২ সাংবাদিক