ফটো রিপোর্ট | কাবুল প্রশাসনের ৪৯০ জন কমান্ডো এবং নিরাপত্তা কর্মীকে মুক্তি দিয়েছে তালিবান

0
1568
ফটো রিপোর্ট | কাবুল প্রশাসনের ৪৯০ জন কমান্ডো এবং নিরাপত্তা কর্মীকে মুক্তি দিয়েছে তালিবান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরুল মু’মিনিন শাইখুল-হাদিস মৌলভী হিবাতুল্লাহ আখন্দজাদা হাফিজাহুল্লাহ্ কাবুল প্রশাসনের ৪৯০ জন কমান্ডো এবং নিরাপত্তা কর্মীদের মুক্তি দিয়েছেন। তালিবান মুজাহিদন নিয়ন্ত্রিত আফগানিস্তানের হেরাত ও ফারাহ প্রদেশের ২টি কারাগার থেকে এসব বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে।

এসময় ইমারতে ইসলামিয়ার মুজাহিদিনদের ভালো আচরণের জন্য মুক্তিপ্রাপ্ত সৈন্যরা প্রশংসা করে এবং তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হওয়ায় আনন্দ প্রকাশ করে।

মুক্তি অনুষ্ঠানে, হেরাত প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভী শের আহম্মদ আম্মার (হাঃ) আশ্বাস দিয়েছেন যে, কাবুল প্রশাসনের প্রাক্তন সেনা ও সৈন্যদের জন্য ইমারতের পক্ষ থেকে কোনো হুমকি থাকবে না, বরং তারা ইমারতে ইসলামিয়া’র অধীনে স্বাধীন এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

হেরাতের ডেপুটি গভর্নর জনগণকে তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

ফটো রিপোর্টটি দেখুন- https://archive.org/details/photo-reportkabul1

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযশোরে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক
পরবর্তী নিবন্ধভারতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪