হিন্দুত্ববাদের ধারাবাহিক আক্রোশ ; শহীদ করে দেওয়া হল হরিয়ানার ঐতিহ্যবাহী বিলাল মসজিদ

0
1341
হিন্দুত্ববাদের ধারাবাহিক আক্রোশ ; শহীদ করে দেওয়া হল হরিয়ানার ঐতিহ্যবাহী বিলাল মসজিদ

হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরের ঐতিহ্যবাহী বিলাল মাসজিদটি গত ২৩ তারিখ অবৈধ আখ্যা দিয়ে ভেঙে ফেলে হিন্দুত্ববাদী ভারত সরকার। একের পর এক মসজিদ ও বিভিন্ন মুসলিম স্থাপনা ভেঙে মুসলিমদের প্রতি তাদের আক্রোশের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। বাবরি মসজিদের পর এবার শহীদ মসজিদের তালিকায় যুক্ত হল বিলাল মসজিদের নাম। খবর – দ্যা ডন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বড় ক্রেন দিয়ে একের পর এক আঘাতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মসজিদটি। মসজিদটি ভেঙে ফেলার সময় সেখানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। সমগ্র ভারত জুড়ে যেন মসজিদ ভাঙার প্রতিযোগিতা শুরু করেছে হিন্দুত্ববাদীরা।

ভেঙে ফেলার সময় মসজিদটি অবৈধভাবে নির্মিত হয়েছিল বলে অভিযোগ করা হলেও এতদিন তা বহাল তবিয়তেই ছিল। তবে গত ২৩ তারিখ সকালে হঠাৎ করেই প্রশাসনের লোকেরা ক্রেন নিয়ে এসে মসজিদটি ভাঙতে শুরু করে। মুসলিমদের মানবাধিকার তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার বিষয়টি আমলেই নেয় না হিন্দুত্ববাদীরা!

মসজিদ ভাঙা নিয়ে নানান সময় তীব্র সমালোচনার মুখে পরলেও বিজেপি সরকার যেন সেদিকে কর্ণপাতই করে না। দিন দিন তারা যে তাদের হিন্দুত্ববাদী অখন্ড ভারত নির্মাণের স্বপ্নের পথেই এগিয়ে যাচ্ছে, সে ব্যাপারে ভারতের নির্যাতিত মুসলিমদের মনে আর কোন সংশয় বাকি নেই।

তথ্যসূত্র:
bilal masjid crush:
https://www.youtube.com/watch?v=Gio0__4Uz5o
https://www.youtube.com/watch?v=gzGfLJyXTIo
https://twitter.com/cjwerleman/status/1429721573397729291
https://www.dawn.com/news/1642392

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান ফেরত তমাল ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট | শাবাব মুজাহিদিন কর্তৃক “আমারা” শহর বিজয়ের অন্তর প্রশান্তকারী ছবিসমূহ