ছাত্র আন্দোলনের সময় হেলমেট লীগ বলে পরিচিতি পাওয়া ছাত্রলীগ ও যুবলীগের সেই হেলমেট বাহিনীকে আবারো সন্ত্রাসের ভূমিকায় দেখা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ঢাবি শাখা ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে এবার হেলমেট পড়ে হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই। খবর – স্টেট নিউজ।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে জানায়, হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পরে বাইকের শোডাউন এবং লাঠিসোটা নিয়ে তাদের বিক্ষোভ মিছিলে হামলা করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ সংগঠনের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আরও বেশকিছু নেতাকর্মী আহত হয়েছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি’র ধোঁয়া তুলে এই হামলাকে ‘সাধারণ ছাত্রদের স্বাভাবিক প্রতিরোধ’ হিসেবে উল্লেখ করেছে!
বিশ্লেষকরা অবশ্য বলছেন সাদ্দামের দাবি এক অর্থে সঠিক; কারণ দেশজুড়ে চাঁদাবাজি, টেণ্ডারবাজি, ধর্ষণ, হত্যা, রাহাজানি আর হেলমেট পড়ে হামলা করা ছাত্রলীগ এসব ঘটনাকে একেবারে সাধারণ ঘটনাই বানিয়ে ফেলেছে।