আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো যেন অসহায়দের সাথে তামাশারই নামান্তর

0
755
আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো যেন অসহায়দের সাথে তামাশারই নামান্তর

আশ্রয়ণ প্রকল্পের নামে অসহায় গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘরগুলো যেন তাদের গালে এক একটা তামাশার চপেটাঘাত!
কোথাও ঘর নির্মাণে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হচ্ছে, কোথাও কোথাও অধিক বালু আর নামেমাত্র সিমেন্ট দিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে, কোথাও আবার নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করায় হস্তান্তরের আগেই ঘরে ফাটল দেখা দিচ্ছে।
এমনকি হস্তান্তরের আগেই ঘর ধ্বসে পরার খবরও এসেছে সংবাদ মাধ্যমে।

তবে এবার খবরের শিরোনাম একটু ভিন্ন। আশ্রয়ণ প্রকল্পের ঘরে এবার ঢুকেছে পানি।
মুজিব শতবর্ষ উপলক্ষে পাকা ঘর পেয়েছিলেন নড়াইলের কালিয়ার অসহায় গৃহহীনরা। ঘর পেয়ে আনন্দের সীমা ছিল না তাদের। তবে কিছুদিনের মধ্যেই তাদের সেই আনন্দ ফিকে হয়ে যায়। উপহারের সেই ঘরের ভেতর এখন পানি। দেড় মাস ধরে ঘরে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছেন প্রকল্পে আশ্রয় নেওয়া ১৮টি পরিবারের সবকটি।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটঘরিয়ার বিশাল এলাকাজুড়ে আছে চাঁচুড়ী বিল। বিলের এক কোণায় কম খরচে নিচু জমি কিনে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে। পাকা দেয়াল ও মেঝের ওপরে টিনের চাল। প্রতিটি ঘরের পেছনেই শৌচাগার ও রান্নার জায়গা। কিন্তু এখন বিলের মতো ঘরগুলোর মধ্যেও পানি থই থই করছে। শৌচাগার ও ঘরের পানি একাকার হয়ে গেছে।

ভুক্তভুগিরা বলছেন যে টাকা বাঁচিয়ে পকেট ভরতেই কম দামে এমন নিচু জমিতে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। সামান্য বেশি দামে আরেকটু উঁচু দেখে প্রকল্পের জমি কিনলে এমন দুর্ভোগে পরা লাগতোনা তাদের।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবারো সেই হেলমেট বাহিনীর আক্রমণ
পরবর্তী নিবন্ধক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মত আফিম চাষ নিষিদ্ধ করতে শুরু করেছে তালিবান