কুখ্যাত বাগরাম কারাগার পরিদর্শন করলেন আনাস হাক্কানী হাফিজাহুল্লাহ্

0
1669
কুখ্যাত বাগরাম কারাগার পরিদর্শন করলেন আনাস হাক্কানী হাফিজাহুল্লাহ্

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অন্যতম শীর্ষস্থানীয় তরুণ কর্মকর্তা শাইখ আনাস হাক্কানী হাফিজাহুল্লাহ্ বাগরাম কারাগার পরিদর্শন করেছেন। যেখানে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল।

শাইখ জালালুদ্দিন হাক্কানী রহিমাহুল্লাহ এর পুত্র শাইখ আনাস হাক্কানী, যাকে “তালিবানের নতুন প্রজন্মের আইডল” হিসেবে বিবেচনা করা হয়। তিনি আজ ১লা সেপ্টেম্বর বুধবার বাগরাম কারাগার পরিদর্শন করেন। এই কারাগারটি একসময় বিশ্বব্যাপী মুজাহিদদের নির্যাতনের জন্য কুখ্যাত ছিল। যেখানে আনাস হাক্কানীকে দীর্ঘ ৫ বছর বন্দী করে রাখা হয়েছিল, এসময় কঠিন শারীরিক নির্যাতনের ফলে তাকে মানসিক রোগের শিকার হয়েছে।

২০১৪ সালে শাইখ আনাস হাক্কানিকে বন্দী করা হয় এবং কুখ্যাত এই বাগরাম কারাগারে পাঠানো হয়। তিনি দীর্ঘ ৫ বছর বাগরাম কারাগারে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। অতঃপর কাতারে তালিবানদের রাজনৈতিক কার্যালয়ের দীর্ঘ আলোচনার পর ২০১৯ সালে বন্দি বিনিময়ে তিনি মুক্তি পান।

উল্লেখ্য যে, চলতি বছরের আগস্ট মাসে তালিবান মুজাহিদিন বাগরাম কারাগারের নিয়ন্ত্রণ নেন। এরপর বাগরাম কারাগারটি পরিদর্শন করেন আনাস হাক্কানী হাফিজাহুল্লাহ্।

IMG-20210901-201322
IMG-20210901-201121
IMG-20210901-200754
eh1
eh2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতালেবান বিজয়ের পর জালালাবাদে নেই অপহরণ, কমেছে অপরাধ
পরবর্তী নিবন্ধঅভিশপ্ত ইসরাইল কর্তৃক ১৩০ জন ফিলিস্তিনি নারীকে গ্রেফতার