তালেবান বিজয়ের পর জালালাবাদে নেই অপহরণ, কমেছে অপরাধ

0
912
তালেবান বিজয়ের পর জালালাবাদে নেই অপহরণ, কমেছে অপরাধ

গত ১৫ আগস্ট কাবুল দখলের ঠিক আগ মুহূর্তে লড়াই ছাড়াই আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে তালেবান। শহরটি আফগানিস্তানের রাজধানী কাবুলের একেবারে গা ঘেঁষে অবস্থিত।

তালেবান বিজয় করার পর আল জাজিরার সাংবাদিক ওসমান বিন জাভিদ শহরটিতে ঘুরে দেখেছেন। তিনি শহরটির বর্তমান অবস্থা বর্ণনা করেছেন।

আল জাজিরার এই সাংবাদিক বলেন, জালালাবাদের পরিস্থিতি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

কারণ হিসেবে তিনি বলেন, শহরটির সাবেক গভর্নর এবং তালেবানের মধ্যে শান্তিপূর্ণ চুক্তির ফলেই এটা সম্ভব হয়েছে। ১৫ আগস্ট সকালে জালালাবাদের গভর্নর নিজ থেকেই আত্মসমর্পণ করেন। তাই জালালাবাদ দখলে যুদ্ধের প্রয়োজনই পড়েনি তালেবানের। শান্তিপূর্ণভাবে তারা ক্ষমতা গ্রহণ করেন।

আল জাজিরার সাংবাদিক ওসমান বিন জাভিদ জানিয়েছেন, শহরের প্রধান প্রধান সড়কে তালেবানের পাহারা চোখে পড়েছে। রাস্তাগুলো মানুষে পরিপূর্ণ।

এই সাংবাদিক জালালাবাদের কিছু মানুষের সঙ্গে কথা বলেন। তারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা বেশ খুশি। কারণ, রাস্তায় আর আগের মতো ছিনতাই নেই, নেই কোনো অপহরণ। অপরাধের মাত্রাও কমে গেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালাউন মোদির আচ্ছে দিন; ফের দাম বাড়ল রান্নার গ্যাসের
পরবর্তী নিবন্ধকুখ্যাত বাগরাম কারাগার পরিদর্শন করলেন আনাস হাক্কানী হাফিজাহুল্লাহ্