ভারতে বর্বর কাণ্ড; বৃষ্টির আশায় নগ্ন করে ঘোরানো হলো ৬ কিশোরীকে

0
1122
ভারতে বর্বর কাণ্ড; বৃষ্টির আশায় নগ্ন করে ঘোরানো হলো ৬ কিশোরীকে

খরার মতো পরিস্থিতি থেকে মুক্তির জন্য চাই বৃষ্টি। কিন্তু তার আশায় বর্বর কাণ্ড ঘটালো ভারতের এক গ্রামের কুসংস্কারচ্ছন্ন কট্টর হিন্দুত্ববাদীরা। তারা অন্তত ছয় কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘুরিয়েছে। তাদের বিশ্বাস, এর জেরে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হবে। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলার বানিয়া গ্রামে।

দামোর পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানিয়েছে, বৃষ্টির আশায় স্থানীয় রীতি হিসাবে কয়েক জন কিশোরীকে নগ্ন করে ঘোরানোর খবর পুলিশের কাছে এসেছে। ঘটনাটি ঘটেছে রোববার। হিন্দু স্থানীয়দের মধ্যে বৃষ্টি নিয়ে ভ্রান্ত বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস অনুযায়ী, কমবয়সী মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়। বড়রা ভজন গাইতে গাইতে তাদের সঙ্গে ঘোরেন। তারা মনে করেন, এতেই সন্তুষ্ট হবে বৃষ্টির দেবতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক নাবালিকা নগ্ন হয়ে হাঁটছে। তার পাশে ভজন গাইছেন এক দল মহিলা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | মুরতাদ বাহিনীর উপর পাক-তালিবানের আক্রমণ, ৬ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধএবার পাঞ্জশির দখলে ‘কার্গিলের’ পাক আর্মির অংশগ্রহণের মনগড়া দাবি ভারতীয় মিডিয়ার