এবার পাঞ্জশির দখলে ‘কার্গিলের’ পাক আর্মির অংশগ্রহণের মনগড়া দাবি ভারতীয় মিডিয়ার

0
1361
এবার পাঞ্জশির দখলে ‘কার্গিলের’ পাক আর্মির অংশগ্রহণের মনগড়া দাবি ভারতীয় মিডিয়ার

একের পর এক মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া, তালিবান নিয়ে তাদের মিথ্যাচার আর বিষোদগার যেন থামছেই না।
এবার কোলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের ভেরিফাইড ফেইসবুক পেইজে দাবি করেছে যে- পাঞ্জশির দখল করতে তালিবান মুজাহিদিনকে নাকি ‘কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী’ পাকিস্তানী আর্মির সদস্যরা সাহায্য করেছে! অথচ তাদের এই দাবির পক্ষে তারা কার্গিল যুদ্ধের একটি বেনামি ছবি ছাড়া কোন প্রমাণ হাজির করতে পারেনি।

তালিবানদের কাবুল বিজয়ে হিন্দুত্ববাদী ভারতের যে কি পরিমাণ গাত্রদাহ হচ্ছে, তা তাদের একের পর এক মিথ্যাচার দেখেই প্রমাণ হচ্ছে। গতপরশু কর্ণাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লার তো এমন দাবিও করেছে যে- ভারতে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্যও নাকি তালেবান দায়ী।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয়দের এসব লাগামহীন মন্তব্য তাদের দেশের বর্তমান ভারসাম্যহীন আর্থসামাজিক পরিস্থিতিরই বহিঃপ্রকাশ, দিন দিন যার শুধু অবনতিই হচ্ছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে বর্বর কাণ্ড; বৃষ্টির আশায় নগ্ন করে ঘোরানো হলো ৬ কিশোরীকে
পরবর্তী নিবন্ধআমেরিকায় আফগান শরণার্থীদের কষ্টের জীবন