ইসরাইলের হাইসিকিউরিটি কারাগার থেকে সোমবার সুড়ঙ্গপথে পালিয়েছেন ছয় ফিলিস্তিনি বন্দি।
জায়নিস্ট মিডিয়ার বরাত দিয়ে আরব গণমাধ্যম জর্ডান সারায়া নিউজ ইহুদিবাদী ইসরাইলের জালবু কারাগারে টানেল খুড়ে ছয় ফিলিস্তিনি বন্দি পালিয়ে যাওয়ার মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে কারাগারের বাইরে থেকে বন্দীদের বেরিয়ে যাওয়া স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
ইহুদিবাদী ইসরাইলের জালবু কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বীর পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ ঘটনার পর ইহুদিবাদী সেনারা পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের আটকের জন্য সাঁড়াশি অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে।
কঠোর নিরাপত্তাবেষ্টিত ইসরাইলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন হচ্ছেন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের সদস্য। বাকি একজন ফাতাহ আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য। ছয় ফিলিস্তিনির মধ্যে পাঁচজন পশ্চিম তীরের জেনিন শহরের এবং একজন দেইর আল-বাশা শহরের অধিবাসী।