পাকিস্তান | পাক-তালিবানের পৃথক হামলায় কর্নেলসহ ৬ মুরতাদ সেনা নিহত

0
820
পাকিস্তান | পাক-তালিবানের পৃথক হামলায় কর্নেলসহ ৬ মুরতাদ সেনা নিহত

পাকিস্তানের বাজোর, উজিরিস্তান এবং মাহমান্দে দেশটির মুরতাদ সামরিক বাহিনীর উপর একে একে তিনটি সফল হামলা চালিয়েছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) জানবায মুজাহিদিন। যাতে কমপক্ষে ৬ মুরতাদ সেনা হতাহত হয়েছে।

তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মোহম্মদ খোরাসানি হাফিজাহুল্লাহ্ পৃথক ৩টি সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছেন যে, পাকিস্তানের তিনটি স্থানে দেশটির মুরতাদ সেনাবাহিনীকে টার্গেট করে হামলা চালিয়েছেন টিটিপির মুজাহিদগণ।

মোহাম্মদ খোরাসানি হাফিজাহুল্লাহ্ নিশ্চিত করেছেন যে, টিটিপির মুজাহিদিনরা গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার, বাজোর এজেন্সির লোই মামন্দ সীমান্তের কিট-কোট সার এলাকায় স্নাইপার রাইফেল দিয়ে এক মুরতাদ সেনাকে টার্গেট করে শুট করেন একজন স্নাইপার শুটার মুজাহিদ। এতে উক্ত মুরতাদ সেনা ঘটনাস্থলেই নিহত হয়।

আগের দিন রাত ১০ টায় উত্তর ওয়াজিরিস্তানেরই রাজমাক সীমান্তে আরও একবার স্নাইপার হামলা চালান মুজাহিদগণ। এসময় স্নাইপারের গুলিতে এক এফসি কর্মকর্তা নিহত হয়।

এমনিভাবে গত সোমবার, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুজাহিদগণ মাহমান্দ এজেন্সির খোইজাই বাইজাই সীমান্তে মেটাই এলাকায় অবস্থিত মুরতাদ সেনাদের মুখতার নামক পোস্টের কাছে সেনাদের একটি দলকে টার্গেট করে হামলা চালান। যাতে এক কর্নেলসহ ৪ সৈন্য আহত হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআইএসআই ডিজির কাবুল সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার
পরবর্তী নিবন্ধইসরাইলের হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়েছেন ৬ ফিলিস্তিনি