মালি । সন্ত্রাসী ও মুরতাদ সেনাদের উপর আল-কায়েদার দু’টি সফল অভিযান, অনেক হতাহত ও গণিমত লাভ

0
739
মালি । সন্ত্রাসী ও মুরতাদ সেনাদের উপর আল-কায়েদার দু’টি সফল অভিযান, অনেক হতাহত ও গণিমত লাভ

পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগু ও মোপতি প্রদেশে আল-কায়েদা শাখা জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমীন (JNIM) এর মুজাহিদগণ দেশটির মুরতাদ সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদী ডোনসো শিকারি মিলিশিয়ার উপর দু’টি পৃথক হামলা চালিয়েছেন।

সফল এই হামলাদ্বয়ে হতাহত হয়েছে ১৩ শত্রুসেনা, মুজাহিদরা গণিমত লাভ করেছেন বিভিন্ন মডেলের হালকা ও ভারী অস্ত্র।

আঞ্চলিক বিশ্লেষকদের প্রতিবেদন ও মুজাহিদীনদের আনঅফিসিয়াল একটি সূত্রের ২ মিনিট ১৬ সেকেন্ডের অডিও ক্লিপ থেকে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর মালির সেগু প্রদেশের নাসামবুগু অঞ্চলের কাছে মুরতাদ সরকারি বাহিনীর সেনাদের উপর এ্যামবুশ হামলা চালান মুজাহিদরা। আকস্মিক চালানো এই হামলায় ঘটনাস্থলে ৬ সেনা নিহত হয়। মুজাহিদরা গণিমত হিসেবে লাভ করেন দুটি হেভি মেশিনগান ও পিকে মডেলের দুটি লাইট মেশিনগান। আর হামলাস্থল ছেড়ে যাবার সময় মুরতাদ সেনাদের ৬টি পিকআপ জ্বালিয়ে দেন। অডিও ক্লিপটিতে জানানো হয়, মুজাহিদদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তাঁরা সবাই নিরাপদ আছেন।

এই হামলার কয়েকদিন আগে মোপ্তি অঞ্চলের সাইনি/সিনি গ্রামে ডোনসো সন্ত্রাসবাদীদের উপর হামলা চালান মুজাহিদগণ। হামলায় দুই সন্ত্রাসী মিলিশিয়া নিহত হয় ও আরো ৫ সদস্য আহত হয়। মুজাহিদ-বিরোধী সূত্রগুলো দাবি করেছে, মুজাহিদীনরা হামলার পর উক্ত গ্রামের সবাইকে বের করে দিয়েছেন, যদিও তারা এই অপবাদের স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আর এমনিতেও JNIM এর পক্ষ থেকে সব জনসাধারণকে উদ্দেশ্য করে বলা হয়েছিল কোনো চোর ডাকাত বা অপরাধীদের আশ্রয় না দিতে, অন্যথায় তাদের শরীয়াহ আইনের আওতায় এনে বিচার করা হবে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রিসভার সদস্যদের এখনো কালো তালিকাভুক্ত করে রাখা দোহা চুক্তির লঙ্ঘন: তালিবান
পরবর্তী নিবন্ধসোমালিয়া | রাজধানীতে আল-কায়েদার শহিদী হামলা, ২৭ এরও বেশি হতাহত