রাজধানীর পলাশী বাজারের এক মুরগি ব্যবসায়ীকে মারধর করে দোকান থেকে ১০-১২ হাজার টাকা ছিনতাই ও দোকানিকে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দিয়েছে সন্ত্রাসী ছাত্রলীগ। আর এ অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশী বাজারে এ ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ীর নাম নুরুজ্জামান ওরফে মোজাম্মেল। হামলাকারী ও ছিনতাইকারীদের নাম বলতে না পারলেও তিনি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল) সংসদের সাবেক ভিপি ও হল শাখা ছাত্রলীগের সহসভাপতি এম এম কামাল উদ্দিন এবং হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মিলন খান এ ঘটনার সঙ্গে জড়িত।
নুরুজ্জামান গণমাধ্যমকে অভিযোগ করে বলেন, ‘আমি একজন সাধারণ ব্যবসায়ী। কামাল ও মিলনরা প্রায়ই জুনিয়র ছেলেপেলেদের পাঠিয়ে টাকা ছাড়া আমার দোকান থেকে মুরগি নিয়ে যায়। প্রতিবাদ করলে তারা আমাকে গুলি করার হুমকি দেয়। আজ সন্ধ্যায় কামালের পক্ষ থেকে চারজন এসে আমার কাছে দুটি মুরগি চায়। আগের টাকা না পাওয়ায় আমি তা দিতে রাজি হইনি। তখন তারা আমাকে দোকান বন্ধ করতে বলে। কারণ জানতে চাইলে কিছু না বলে তারা আমার শার্টের কলার চেপে ধরে ও গালাগালি করতে থাকে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আরও সাত-আটজন সেখানে আসে। মাছের দোকান থেকে বঁটি নিয়ে আমাকে কোপ দিতে তেড়ে আসে। পিস্তল দেখিয়ে আমাকে গুলি করার হুমকি দেয় তারা। দোকানের সামনে থাকা বালতি ও ড্রাম তারা লাথি দিয়ে ফেলে দেয়। ক্যাশ ভেঙে তারা আমার সারা দিনে বেচাকেনার ১০-১২ হাজার টাকা নিয়ে গেছে।’
‘আমাদের নিরাপত্তা কে দেবে?’ এমন প্রশ্ন করে নুরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আমি মামলা করব।’- প্রথম আলো
ঘটনার কিছুক্ষণ পর পলাশী বাজারে গিয়ে দেখা যায়, দোকানিদের একটি অংশ বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে ও উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছেন। দোকানিরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
এসময় বাজারের পাশেই সন্ত্রাসী ছাত্রলীগের এসএম হল শাখার ১৫-২০ জন নেতা-কর্মী মারমুখী অবস্থায় অবস্থান করছিলো।
এদিকে সন্ত্রাসী ছাত্রলীগের নেতাকর্মীরা উল্টো দোকানিকে গাঁজা ব্যাবসায়ী বলে চালিয়ে দিয়ে হয়রানি করছে। সন্ত্রাসী ছাত্রলীগ দাবি করে, গাঁজা বিক্রির খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা তাঁর দোকানে গিয়েছিল। তারা মুরগি চুরি করতে যায়নি।