ভারত দখলকৃত জম্মু-কাশ্মিরে সহকর্মীর গুলিতে নিহত হয়েছে এক সৈনিক। সোমবার বিকেলে জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা জেলায় এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সেনা কর্তৃপক্ষ। দুই সৈনিকের মধ্যে মতানৈক্যের এক পর্যায়ে একজন অপরজনকে লক্ষ্য করে গুলি করলে এ ঘটনা ঘটে।
সেনা কর্তৃপক্ষ জানায়, সোমবার কুপওয়ারা জেলার লাসিপুরা গ্রামে টহল চলাকালে দুইজনের মধ্যে তর্ক-বিতর্কের সূত্রপাত হয়। পরে একজন সহকর্মীর গুলিতে অপরজন নিহত হয়।
সেনা মুখপাত্র আরো জানায়, টহলের মধ্যে তখন বিরতি চলছিল। এ সময় দুইজন সেনাসদস্য কোনো বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। পরে তাদের একজন অপরজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে গুরুতর আহত হয়। সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় নিহত বা দায়ী সৈনিকের নাম প্রকাশ করা হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮ এ ঘটনা জানিয়েছে।