ভারত দখলকৃত উত্তর কাশ্মিরের কুফওয়ারা জেলায় একটি মন্দিরে সন্দেহজনক ‘জঙ্গি’ ভেবে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে তারই হিন্দুত্ববাদী সহকর্মীরা। বুধবার এ কথা জানিয়েছে উপত্যকার স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, অজয় দার নামে এক পুলিশ সদস্য গভীর রাতে জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করে। মন্দিরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সন্দেদভাজন জঙ্গি ভেবে গুলি করে। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই পুলিশ সদস্যের কানে হেডফোন লাগানো ছিল, সহকর্মীদের উচ্চশব্দ সত্ত্বেও তিনি সাড়া দেননি। পরে মন্দিরে থাকা পুলিশ কর্মীরা তাকে গুলি করে।
কাশ্মিরের বেশিরভাগ মন্দিরে পুলিশের পাহারা রয়েছে। অতীতে রাতের অন্ধকারে ‘ জঙ্গি’ মনে করে বেসামরিকদের গুলি করে হত্যা করেছে মালাউন বাহিনীর সদস্যরা।