ইয়ামানের দেড় কোটিরও বেশি মানুষ খাবারের অভাবে রয়েছে। যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।
রবিবার (২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান ডেভিড বিয়াসলে সতর্ক করে জানিয়েছেন, অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে ইয়েমেন। নতুন ফান্ড না এলে দেশটিতে অক্টোবর থেকে লাখ লাখ মানুষকে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হবে।