ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নর হাজী মোহাম্মদ ইউসুফ ওয়াফা হাফিজাহুল্লাহ্ গত বুধবার বিকেলে গভর্নর কার্যালয়ে বেশ কয়েকজন প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাত করেন, এ সময় প্রদেশটির গভর্নর তাদের নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
প্রতিবন্ধীরা ইমারতে ইসলামিয়ার বিজয় এবং আফগানিস্তানে তাদের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আনন্দ প্রকাশ করে এবং কান্দাহারের গভর্নরকে মুজাহিদিনদের বিজয়ে অভিনন্দন জানান। এসময় প্রতিবন্ধীরা তাদের বক্তব্যে প্রাদেশিক গভর্নরের কাছে সহযোগিতাও কামনা করেন।
তাদের বক্তব্য শোনার পর কান্দাহারের গভর্নর হাজী মোহাম্মদ ইউসুফ ওয়াফা হাফিজাহুল্লাহ্ সকল প্রতিবন্ধীদের স্বাগত জানান, তিনি প্রতিবন্ধীদের আত্মত্যাগের প্রশংসা করেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
কান্দাহারের গভর্নর বলেন, শহীদদের রক্ত আর প্রতিবন্ধীদের অঙ্গের কুরবানির বদৌলতে আল্লাহ্ তা’আলা এই ইমারতকে প্রতিষ্ঠিত করেছেন, সেই সাথে দখলদার শক্তিকে একটি অপমানজনক পরাজয় দিয়েছেন।
তিনি বক্তব্যের শেষে বলেন, ইসলামিক ইমারতের প্রাদেশিক ও কেন্দ্রীয় প্রশাসন শহীদ ও প্রতিবন্ধীদের পরিবারের প্রতি বিশেষ নজর রাখবে এবং প্রতিটি শহীদ ও প্রতিবন্ধীদের কাছে তাদের প্রাপ্য পৌঁছে দেয়া হবে।
আল্লাহ সকল আফগানি পঙ্গুওপ্রিবন্ধিদের সুস্থ করে দিন!
এবং ইমারতে ইসলামিয়াহর সকল কর্মকর্তাদের কর্মক্ষমতা বাড়ায় দেন !আমিনইয়ারাব্বিসসিজনিওয়াশশুহাদা?
প্রশান্তি দায়ক চিত্র
মুহতারাম ভাই