বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে হেরাতের গভর্নরের সাক্ষাৎ

0
1187
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে হেরাতের গভর্নরের সাক্ষাৎ

ইমারতে ইসলামিয়ার কৌশলগত ও গুরুত্বপূর্ণ হেরাত প্রদেশের ডেপুটি গভর্নর শের আহমাদ আম্মার মোহাজির হাফিজাহুল্লাহ্ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে প্রতিষ্ঠানেগুলোর শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলেছেন।

হেরাতের ডেপুটি গভর্নর উল্লেখিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শিক্ষার্থীদের ফি কমানো এবং শিক্ষার্থীদের যথাসাধ্য সাহযোগিতা করার পরামর্শ দেন। সেই সাথে তিনি কর্মকর্তাদেরকে বর্তমান পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ দেন, যাতে তরুণদের শিক্ষায় কোনো বাধা না থাকে।

ইমারতে ইসলামিয়ার গভর্নর বলেন, বহু বছর ধরে আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জাতী গঠনে গুরুত্বপূর্ণ সেবা করে যাচ্ছেন, যা খুবই প্রশংসনীয় এবং সম্মানের।

এসময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। সেই সাথে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা ছাত্রদের সমস্যা সমাধানে কাজ করার ও সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়।

উল্লেখ্য যে, এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষার্থীরা হেরাতের ডেপুটি গভর্নরের সঙ্গে তাদের টিউশন ফি কমানোর দাবিতে সাক্ষাত করেন। এরপরই গভর্নর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এই সাক্ষাতকার অনুষ্ঠানের আয়োজন করেন।

IMG-20210930-152713-300

IMG-20210930-152720-501
IMG-20210930-152718-803
IMG-20210930-152716-951
IMG-20210930-152715-250

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধীদের নগদ অর্থ প্রদান করছেন কান্দাহারের গভর্নর
পরবর্তী নিবন্ধসেক্যূলার তুর্কি প্রশিক্ষিত বাহিনীর উপর আশ-শাবাবের হামলা, হতাহত ৪ এরও বেশি