সেক্যূলার তুর্কি প্রশিক্ষিত বাহিনীর উপর আশ-শাবাবের হামলা, হতাহত ৪ এরও বেশি

0
1234
সেক্যূলার তুর্কি প্রশিক্ষিত বাহিনীর উপর আশ-শাবাবের হামলা, হতাহত ৪ এরও বেশি

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় সেক্যূলার তুর্কি বাহিনী কর্তৃক প্রশিক্ষিত “গারগার” ফোর্সের উপর সফল হামলা চালিয়েছেন আল-কায়েদা মুজাহিদিন। এতে তুর্কি প্রশিক্ষিত ২ সেনা নিহত এবং কমান্ডারসহ আরও ২ সেনা আহত হয়েছে।

বিবরণ অনুযায়ী, আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর দক্ষিণ-পশ্চিমে আউদাগলি জেলার উপকণ্ঠে “জারজার” নামে পরিচিত সেক্যূলার তুর্কি বাহিনী দ্বারা প্রশিক্ষিত সোমালি বিশেষ বাহিনীকে টার্গেট করে হামলা চালিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। যার ফলে ২ সেনা সদস্য নিহত হয় এবং “জারজার” ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার মেজর “হাসান ধীর” সহ অপর এক সৈন্য গুরুতর আহত হয়।

স্থানীয় সূত্র জানা গেছে, “জারজার” ব্যাটালিয়নের সদস্যরা আউদাগলি শহর থেকে সামনে এগিয়ে হারাকাতুশ শাবাবের অবস্থানে হামলা চালানোর প্রত্যয় নিয়ে বের হয়েছিল, কিন্তু পথিমধ্যেেই হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা সেনাদের আসার সংবাদ পেয়ে রাস্তায় ৩ টি বোমা স্থাপন করেন। সেনারা বোমাগুলোর কাছে আসলেই বিকট শব্দে এগুলোর বিস্ফোরণ ঘটে, আর তখনই এই হতাহতের ঘটনা ঘটে এবং মুরতাদ বাহিনী আউদাগলি জেলা কেন্দ্রে ফিরে যেতে বাধ্য হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে হেরাতের গভর্নরের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধউগান্ডান ও সোমালি বাহিনীর উপর একযোগে আল-কায়েদার হামলা, হতাহত ৮ এরও বেশি