পাকিস্তানের লোয়ার দির এলাকায় দেশটির কথিত শান্তি কমিটির প্রধানের গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে সে নিহত হয়েছে বলে জানা গেছে।
উমর মিডিয়ার সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর শনিবার, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দির জেলায় একটি গাড়ি লক্ষ্য করে সফল বোমা হামলা চালিয়েছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মুজাহিদগণ। এতে গাড়িটি ধ্বংস ও তাতে থাকা এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রটি থেকে আরও জানা গেছে, উক্ত বোমা হামলাটি জেলার লাল কালা থানার কোলাল ধেরাই এলাকায় আলী আকবর নামক এক ব্যক্তির গাড়িতে চালানো হয়েছে। এই ব্যক্তি শরিয়তের দুশমন, গাদ্দার পাকিস্তান সামরিক বাহিনীর হয়ে মুজাহিদিনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করত এবং মুজাহিদদের শহিদ করার ক্ষেত্রে অগ্রভাগে ছিল।
তার এমন অপরাধের কারণে সে মুজাহিদদের শিকারে পরিণত হয়েছে।