ভুয়া এনকাউন্টারে বন্দীদের শহাদাতের প্রতিশোধ নিতে ৫ সেনাকে হত্যা করল তালিবান

0
1224
ভুয়া এনকাউন্টারে বন্দীদের শহাদাতের প্রতিশোধ নিতে ৫ সেনাকে হত্যা করল তালিবান

পাকিস্তানের গাদ্দার সেনাবাহিনী কর্তৃক ভুয়া এনকাউন্টারে শহীদ করা হয়েছে ৪ জন বন্দীকে। যার প্রতিশোধ নিতে ৫ সেনাকেও হত্যা করেছেন পাক-তালিবান।

বিবরণ অনুযায়ী, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের হাঙ্গু জেলায় গত ৩ দিন আগে একটি ভুয়া এনকাউন্টার চালিয়েছে দেশটির গাদ্দার সেনারা। এর মাধ্যমে এই দালাল সেনারা নিজেদের ইসলামোফোবিয়ার প্রমাণ উপস্থাপন করলো।

প্রথমে গাদ্দার সেনারা নিজেদের গোপন সেফ হাউসের কারাগার থেকে চারজন তালিবান প্রতিরোধ যোদ্ধাকে ছেড়ে দেয়। এরপর একটি ভুয়া এনকাউন্টার দেখিয়ে ঐ বন্দী তালিবান সদস্যদেরকে শহীদ করে দেয় গাদ্দাররা। মাঠের লড়াইয়ে না পেরে এই অসহায় বন্দী ভাইদের উপর হারের জ্বালা মিটালো এই কাপুরুষ গাদ্দার সেনারা।

অবশ্য গাদ্দার সেনাবাহিনীর এই জুলুমের প্রতিশোধ নিতে সময় খেপন করেননি পাক তালিবানের জানবাজ মুজাহিদগণ।

শনিবার উত্তর ওয়াজিরিস্তানের জাইন জারগাহ এলাকাযর পাকিস্তানি সামরিক ঘাঁটিতে অভিযান চালান তেহরিক-ই-তালেবান পাকিনস্তানের (টিটিপি) বীর মুজাহিদরা। দুপুরের কিছুক্ষণ পর ঘাঁটির সামনে বোমা হামলার মাধ্যমে এই হামলাটি চালান তাঁরা। যার ফলে পাকিস্তানি গাদ্দার সামরিক বাহিনীর ৪ সেনা নিহত এবং অপর ১ সেনা গুরুতর আহত হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিল্লী ভিত্তিক মুসলিম এনজিও এর ৪ জন সদস্যকে ‘অনুসন্ধান করার দোষে’ গ্রেপ্তার।
পরবর্তী নিবন্ধচলমান সৌদি জুলুম : ইয়েমেন-ফিলিস্তিনের পর উইঘুর মুসলিমদেরও কণ্ঠরোধ!