জাজিরাতুল আরবের দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনে ইরান সমর্থিত শিয়া দখলদার বাহিনীর উপর বড়ধরণের হামলার ঘটনা ঘটেছে।
আল-মালাহিম মিডিয়ার বিবরণ অনুযায়ী, গত রবিবার রাত ১০ টায় বরকতময় আরব ভূমি দখলকারী শিয়া হুথী বাহিনীর একটি পদাতিক কাফেলা টার্গেট করে হামলা চালানো হয়েছে। আঞ্চলিক একটি সূত্র নিশ্চিত করেছে যে, হুথীদের উক্ত কাফেলাটি লক্ষ্য করে ইসলামিক প্রতিরোধ বাহিনীর যোদ্ধারা প্রথমে অ্যামবুশ করে তীব্র হামলা চালান। এরপর বিক্ষিপ্ত হুথি বিদ্রোহীদের টার্গেট করে বিশ কিছুক্ষণ গুলি চালান তারা। আর এতেই বেশ কিছু দখলদার হুথী মিলিশিয়া নিহত ও আহত হয়েছে।
সূত্রটি আরও জানায় যে, আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা জামা’আত আনসার আশ-শরিয়াহ্’র মুজাহিদগণ বরকতময় এই অভিযানটি চালিয়েছেন। হামলাটি ইয়েমেনের রাসদ এলাকায় চালানো হয়েছে।