উচ্চবর্ণের হিন্দুদের সাথে একত্রে খাওয়ার অপরাধে নিম্নশ্রেণির হিন্দুকে হত্যা

ইউসুফ আল-হাসান

1
829
উচ্চবর্ণের হিন্দুদের সাথে একত্রে খাওয়ার অপরাধে নিম্নশ্রেণির হিন্দুকে হত্যা

ভারতে উত্তরখণ্ডে উচ্চ বর্ণের হিন্দুদের সাথে অনুষ্ঠানে একত্রে খাবার খাওয়ার কারণে এক নিম্নশ্রেণির (দলিত) হিন্দুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রমেশ রাম নামের ৪৫ বছর বয়স্ক এ ব্যাক্তি বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিল। তবে বাদ সাধে সেখানে উচ্চ বর্ণের হিন্দুদের সাথে একত্রে খাওয়ার ঘটনায়। বর্বর বর্ণবাদী হিন্দুরা একসাথে খাবার খেতে বসায় আপত্তি জানায়। এক পর্যায়ে কয়েকজন মিলে কয়েকঘন্টা বেদম পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

বর্বর হিন্দুদের মধ্যে ৪ টি শেণি বৈষম্য থাকলেও দলিত হিন্দুদের তারা আরও নিম্ন শেণির মনে করে। যা পঞ্চমা নামেও পরিচিত। ভারতে নিম্নশেণির হিন্দুদের সাথে উচ্চ বর্ণের হিন্দুদের নির্যাতনে অসংখ্য ঘটনা রয়েছে।

ভারতীয় সরকারি পরিসংখ্যানে দেখা যায়, শুধুমাত্র ২০১৬ সালেই উত্তরখণ্ডে ৪০ হাজারের বেশি দলিত হিন্দুকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। শুধুমাত্র নিম্ন বর্ণের হাওয়ায় বিভিন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। তুচ্ছ ঘটনায় হত্যা করা হয়েছে অনেককে।

তথ্যসূত্র:
======
১। Dalit man killed for ‘eating with upper caste people’; case lodged-
https://m.thewire.in/article/caste/uttarakhand-dalit-man-killed-after-eating-with-upper-caste-people-at-a-wedding

২। ভারতে দলিত সদস্যরা যেভাবে নির্যাতন ও হত্যার শিকার হন তার কিছু কাহিনী-https://www.bbc.com/bengali/news-44030354

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে উগ্র হিন্দু সন্ত্রাসীদের হামলা
পরবর্তী নিবন্ধনিচে ছিল না কোন মন্দির, তবু ভাঙ্গা হয়েছে মুসলিমদের বাবরি মসজিদ