![বুরকিনা ফাসোতে আল-কায়েদার হামলা, সামরিক বাহিনীর ৩৬ সদস্য নিহত বুরকিনা ফাসোতে আল-কায়েদার হামলা, সামরিক বাহিনীর ৩৬ সদস্য নিহত](https://i3.wp.com/ia801500.us.archive.org/11/items/fghgtr6ee4yiewfgtrtw/vgd1.jpg?w=696&resize=696,0&ssl=1)
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাঁসোতে দেশটির একটি সেনা কনভয়ে হামলার ঘটনায় ৩৬ সেনা সদস্য নিহত হয়েছে। বিবরণ অনুযায়ী, গত ২৩/১২/২০২১ তারিখে বুরকিনা ফাঁসোর গাদ্দার সেনাবাহিনীর একটি কনভয়ে হামলা চালিয়েছেন ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা।
দেশটির টিটাও অঞ্চলের কাছে প্রতিরোধ যোদ্ধাদের দ্বারা অতর্কিত উক্ত হামলার ঘটনায় গাদ্দার সেনাবাহিনীর ৩৬ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেক সেনা। এছাড়াও হামলায় গাদ্দার সেনাদের বেশ কিছু সাজোঁয়া যানও ধ্বংস করেন তাঁরা।
আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামিক প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) সংক্ষিপ্ত একটি ভিডিওতে এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। সেই সাথে মুজাহিদ গ্রুপটি উক্ত অভিযান শেষে প্রাপ্ত গনিমতের অস্ত্রের ভিডিও ফুটেজও প্রচার করেছে।