মুসলিম বীর টিপু সুলতানের নামে কোনো কিছুর নামকরণ করা যাবে না: হিন্দুত্ববাদীদের হুঁশিয়ারী

উসামা মাহমুদ

1
1025
মুসলিম বীর টিপু সুলতানের নামে কোনো কিছুর নামকরণ করা যাবে না: হিন্দুত্ববাদীদের হুঁশিয়ারী

ভারতে মুসলিমরা দীর্ঘ সময় শাসন ক্ষমতার মসনদে ছিলেন। ভারতকে ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরেছেন বিশ্বের বুকে। কিন্তু মুসলিমদের অবহেলায় শাসন ক্ষমতা হারিয়ে মুসলিমরা এখন অসহায়। বর্তমানে উগ্র হিন্দুত্ববাদীরা আগ্রাসন চালিয়ে মুসলিমদের সকল ইতিহাস-ঐতিহ্য ধ্বংস করে দিচ্ছে। মুসলিম শাসকদের নামকেও তারা বাকি রাখতে চায় না। মুসলিমদের স্থাপত্য ধ্বংস করে দিচ্ছে, নাম পরিবর্তন করে দিচ্ছে।

এর ধারাবাহিকতায় এবার ১৮ শতকের মহীশূর শাসক মুসলিম বীর টিপু সুলতানকে নিয়ে হিন্দুত্ববাদীদের আস্ফালনে সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। উগ্র হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে বিজেপির সন্ত্রাসীরা ভিত্তিহীন অভিযোগ তুলে হুঁশিয়ারি দিয়েছে যে, টিপু সুলতান হিন্দুদের ওপর অত্যাচার করেছিলেন তাই তাঁর নামে কোনো সৌধ, কোনো পার্ক কিংবা কোনো কিছুরই নামকরণ করা যাবে না।
টিপু সুলতান ইস্যুতে বিজেপি আসলে চাইছে মুসলিমদের ইতিহাস বদলে দিতে।

গত(২৬/০১/২২)বুধবার মুম্বাইয়ের মালভানি এলাকার একটি উদ্যানের নামকরণ নিয়ে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী পদ্ম শিবির। কংগ্রেস নেতা তথা মন্ত্রী আসলাম শেখের উপস্থিতিতেই ভারতীয় জনতা যুব মোর্চা, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মী- সমর্থকরা টিপু সুলতান উদ্যানের নাম বদলের দাবিতে বিক্ষোভ দেখায়।

হিন্দুত্ববাদীদের প্রতিবাদের জবাবে রাউত সংবাদমাধ্যমের সামনে বলেন “বিজেপি ইতিহাস লেখার চেষ্টা না করলেই ভালো হয়। যদিও ওরা দিল্লিতে সেই চেষ্টাই করেছে, কিন্তু সফল হয়নি। রাউত আরও বলেন, টিপু সুলতান কে তা আমরা জানি, তাই এই বিষয়ে বিজেপি যত কম বোঝানোর চেষ্টা করে ততই ভালো।

তথ্যসূত্র:
—–
FIR Against BJP, Bajrang Dal Men Protesting Over ‘Tipu Sultan’ Sports Complex
https://tinyurl.com/mwmrwft5
উগ্র হিন্দুত্বের জিগির তুলে টিপু সুলতানের নামে উদ্যানের বিরোধিতা বিজেপির
https://tinyurl.com/3e2vhfks

১টি মন্তব্য

  1. ٱنفِرُواْ خِفَافٗا وَثِقَالٗا وَجَٰهِدُواْ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

    অভিযানে বের হয়ে পড়, হালকা অবস্থায় হোক বা ভারি অবস্থায় এবং জিহাদ কর আল্লাহ্‌র পথে তোমাদের সম্পদ ও জীবন দ্বারা। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে

    -Surah At-Tawbah, Ayah 41

    ‌> এবারের জিহাদ উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জিহাদ।

    > এবারের জিহাদ উপমহাদেশের মুক্তির জিহাদ।

    > এবারের জিহাদ উপমহাদেশের মুশরিকদের অহংকার ধ্বংস করার জিহাদ।

    > এবারের জিহাদ উপমহাদেশের মুসলিমদের প্রতিশোধ নেওয়ার জিহাদ।

    > এবারের জিহাদ উপমহাদেশের মুসলিম মা- বোনদের ইজ্জত রক্ষা করার জিহাদ।

    > এবারের জিহাদ উপমহাদেশের গাযওয়াতুল হিন্দের জিহাদ।

    > এবারের জিহাদ উপমহাদেশে, ইমাম মাহদী আ. এর কাজকে এগিয়ে নেওয়ার জিহাদ।

    ⚔️ এবারের জিহাদ গাজওয়াতুল হিন্দ ও ইমাম মাহদীর সৈনিক হওয়ার জিহাদ ⚔️

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিনা অপরাধে মুসলিমদের কারাগারে আটকে রাখছে ভারতীয় হিন্দুত্ববাদী আদালত
পরবর্তী নিবন্ধসামরিক অঙ্গনে পরাজিত শত্রু রাজনৈতিক অঙ্গনেও পরাজিত হবে: তালিবান সরকারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী