ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মৌলভি খায়রুল্লাহ খাইরখাওয়া হাফিজাহুল্লাহ্ গত বুধবার বলেছেন যে, তাঁরা যেমনিভাবে সর্বশক্তিমান আল্লাহ্ রব্বুল আলামিনের সাহায্যে শত্রুদেরকে সামরিক অঙ্গনে পরাজিত করেছেন, তেমনিভাবে রাজনৈতিক অঙ্গনেও শত্রুদেরকে পরাজিত করবেন।
গতকাল কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলায় এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। খাইরখওয়া (হা.) আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থাকে জনগণের ব্যবস্থা বলে অভিহিত করেছেন। এসময় তিনি জোর দিয়েছেন যে আফগানিস্তানের ইসলামী সরকারের সকল কর্মকর্তা জনগণের সেবা করবেন।
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, দেশে সম্পূর্ণ নিরাপত্তার পাশাপাশি কিছু সমস্যার অস্তিত্ব স্বল্পস্থায়ী। তিনি বলেন, বাইরের কিছু চক্র এই সমস্যাকে আরও বাড়াতে চায়। কিন্তু আমরা তাদেরকে তা করতে দিতে পারি না। আমরা তাদেরকেও রাজনৈতিক অঙ্গনে পতিহত করবো।
বিদেশি দখলদারিত্বের বিরুদ্ধে বিগত ২০ বছরের সংগ্রামে জনগণের ত্যাগের কথা উল্লেখ করে তিনি তাদের প্রশংসা করেন। তাদের জন্য দোয়া করেন। এবং বলেন, এখন আফগানরা তাদের আত্মত্যাগের সুফল পেয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে।
এরপর তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জনগণকে ইসলাম ও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।