ভারতের রাজস্থানে এবার মুসলিম সবজি বিক্রেতাকে পিটিয়ে খুন করলো উগ্র হিন্দুরা

উসামা মাহমুদ

0
1625
ভারতের রাজস্থানে এবার মুসলিম সবজি বিক্রেতাকে পিটিয়ে খুন করলো উগ্র হিন্দুরা

ভারতে হিন্দুত্ববাদীরা মুসলিম ফল ব্যবসায়ীদের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে। উগ্র হিন্দুদের মুসলিম ব্যবসায়ীদের ফল মাটিতে ফেলে নষ্ট করার ভিডিও যোগাযোগ মাধমে ভাইরাল হয়েছে। এরই মাঝে এবার ভারতের রাজস্থানে ৫৫ বছর বয়সী বিক্রেতা মোহাম্মদ সেলিমকে পিটিয়ে মেরেছে উগ্র হিন্দু সন্ত্রাসীরা। ৩রা এপ্রিল সকালে অর্ধ ডজন হিন্দু সন্ত্রাসী পিটিয়ে খুন করে তাকে।

রাজস্থানের কারাউলি কলোনিতে মুসলিমদের অন্তত ৪০ টি দোকানে হামলা চালানোর পরের দিন এ ঘটনাটি ঘটে। হিন্দুত্ববাদীরা বাইক র‍্যালি করার সময় হিংসাত্মক হয়ে অসহায় ঐ মুসলিম ব্যক্তিকে খুন করে।

মুহাম্মদ সেলিম বেওয়ারের মেওয়ারি গেটের প্রধান সবজির বাজারে একটি পাইকারি সবজির দোকানের মালিক।

গত ৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ৬টার দিকে সেলিম ও তার ছেলে ইব্রাহিম সবজি বাজারে গিয়ে তাদের দোকানের সামনে বাইক পার্ক করেন। তখন হিন্দুত্ববাদী সুরজ মারোথিয়া তার মারুতি ভ্যানকে ইচ্ছাকৃতভাবে তাদের বাইকে ধাক্কা দেয়।

হিন্দুত্ববাদী মারোথিয়া তখন তাদের বলে, “এখানে বাজারে কেন মোল্লারা (মুসলিমদের জন্য ব্যবহার করা অবমাননাকর শব্দ)। তোমার এখানে কোন কাজ নেই। তোদের মর্যাদা এতই নিচু যে, আমরা প্রস্রাব করলে সব মোল্লাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা বাজারে মোল্লাদের প্রবেশ বন্ধ করে দেব।”

পরে সুরাজ মারোথিয়া, শঙ্কর ভাটি, ধর্ম ভাটি, জয় ওরফে টনি ভাটি, সুনীল ভাটি, শঙ্কর পানওয়ার, রাকেশ জিআরডিসহ অন্যান্য হিন্দুত্ববাদীরা লোহার পাইপ ও কাঠের লাঠি দিয়ে সেলিমকে আক্রমণ করে। এমনকি তারা তাকে একটি বিম স্কেল এবং বাটা দিয়ে আঘাত করে – যা ওজন করার জন্য ব্যবহৃত হয়।

সেলিম মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। হিন্দুত্ববাদীরা অচেতন সেলিমকে টেনেহিঁচড়ে নিয়ে যায়, একটি পিকআপ ভ্যান থামিয়ে চালককে বলে তাকে নিয়ে গিয়ে লাশ ফেলে দিতে।

নিহত সেলিমের ভাই আলতাফ বলেন, “সেলিমের ছেলে ইব্রাহিম ও আব্বাস হিন্দুত্ববাদীদের বাধা দেওয়োর চেষ্টা করে। তাদের ওপরও হামলা হয়েছে।”
“আমরা সেলিমকে বেওয়ার শহরের অমৃত কৌর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

একজন স্থানীয় আইনজীবী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছেন, “আজকাল হিন্দুত্ববাদীদের পরিস্থিতি খুব মরিয়া। তারা মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষে মানুষের মগজ পূর্ণ করেছে। ঘটনার পর এখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেছে। তবে সম্প্রদায়ের নেতারা জনগণকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এই ধরনের পরিস্থিতিতে শুধুমাত্র মুসলিমরাই ক্ষতিগ্রস্ত হয়।”

গোটা ভারতই যেন মুসলিম গণহত্যার জন্য মুখিয়ে আছে। মুসলিমদের নিশ্চিহ্ন করে হিন্দু রাষ্ট্র অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে যেন হিন্দুত্ববাদীদের আর তর সইছে না। এমন পরিস্থিতিতে তাই মুসলিমদেরকে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে পূর্ণ মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবীদ ও হক্কানি উলামায়ে কেরাম।


তথ্যসূত্র:

——–
1. Muslim vegetable vendor lynched to death in Rajasthan’s Beawar
https://tinyurl.com/4w8jdzx6
2. https://tinyurl.com/mr3y3328

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা সেনা ঘাঁটিতে আল-কায়েদার দুর্দান্ত হামলা: ৪০ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধসোমালিয়া | ১৭টি প্রশাসনীক সদর দফতরে একযোগে আল-কায়েদার হামলা