ইমারাতে ইসলামিয়া প্রশাসন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এবং গেইমিং অ্যাপ পাবজি গেইম নিষিদ্ধ করেছে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ে আদেশনামা পাঠিয়েছে আফগান প্রশাসন।
ইমারতে ইসলামিয়ার এমন সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, এধরণের অ্যাপ্লিকেশনগুলো তরুণদেরকে সামাজিক অবক্ষয়ের দিকে টেনে নিয়ে যায়, যুবকদের মাঝে নেতিবাচক অভ্যাস গড়ে ওঠে। তাই যুবসমাজকে রক্ষায় এবং দেশের ভবিষ্যত প্রজন্মকে সুস্থ রাখতেই এধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর শিগগিরই এ সিদ্ধান্ত পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য যে, টিকটক এবং পাবজি এর আগেও বেশ কিছু দেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। কারণ অ্যাপগুলো কিশোর তরুণদের নৈতিক, মানসিক ও শারীরিক ক্ষতির কারণ।
আলহাম্দুলিল্লাহ।।।