ঘটনাটি সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দার একটি ফরাসি রেস্তোরাঁর। সেখানে নারীদের হিজাব বা ইসলামিক পোশাক পরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রেস্তোরাঁটির কর্তৃপক্ষ। বিষয়টি সেখানকার মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
একটি বিখ্যাত ফরাসি চেইন রেস্তোরাঁর জেদ্দা শাখা ‘বাগাটেলে জেদ্দা’ গত সপ্তাহে ও চলতি সপ্তাহের শুরুর দিকে হিজাব পরা নারীদের সেখানে প্রবেশে বাধা দিয়েছে বলে জানা গেছে। এমনকি সৌদি আরবের নারীদের পরা ঢিলেঢালা পোশাকও তারা অনুমোদন করেনি। ঐতিহ্যগতভাবে সৌদি পুরুষদের পরা লম্বা আলখেল্লাও নিষিদ্ধ করেছে রেস্তোরাঁটি।
উল্লেখ্য যে, ফ্রান্সের ইসলাম বিদ্বেষী সরকার বেশ কয়েক বছর আগে তাদের দেশে হিজাব নিষিদ্ধ করেছে। যা ছিলো স্পষ্ট মুসলিমদের প্রতি বিদ্বেষের বহিঃপ্রকাশ। অথচ মুসলিমদের দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করে তারা ঠিকই নিজেদের অর্থনীতির উন্নয়ন করে যাচ্ছে। এমনকি ব্যবসার সাথে সাথে নিজেদের নোংরা পশ্চিমা দৃষ্টিভঙ্গিও সেই সব মুসলিম দেশে চাপিয়ে দিতে চাচ্ছে তারা। সেটারই অংশ হিসেবে তারা সৌদির রেস্তোরাঁয় হিজাব নিষিদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, সৌদিতে ধর্মপ্রাণ মুসলিমদের কড়া প্রতিবাদের সামনে তারা টিকতে পারবে না।
তথ্যসূত্র:
১। সৌদি আরবেই ফরাসি রেস্তোরাঁয় হিজাব নিষিদ্ধ!
– https://tinyurl.com/3jd7ppbc