ইয়েমেনে কুখ্যাত হুথি (শিয়া) মিলিশিয়াদের একটি সামরিক কাফেলায় হামলা চালিয়েছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে এক মিলিশিয়া সদস্য নিহত হওয়ার বলে জানা গেছে।
আঞ্চলিক সূত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ইয়েমেনের বায়দা রাজ্যে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে। যা রাজ্যটির জায়ের এলাকায় ইরান সমর্থিত কুখ্যাত শিয়া হুতি মিলিশিয়াদের একটি কাফেলা লক্ষ্যবস্তু করে চালানো হয়। যার ফলে ঘটনাস্থলেই কুখ্যাত হুথি মিলিশিয়াদের ১ সদস্য নিহত এবং অন্য ২ মিলিশিয়া আহত হয়েছে। একই সাথে বিস্ফোরণের ফলে মিলিশিয়া বাহিনীর একটি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে আল-কায়েদা সংশ্লিষ্ট ‘আল-মালাহিম’ মিডিয়া সূত্র নিশ্চিত করেছে যে, প্রতিরোধ বাহিনী আনসারুশ শরিয়াহ্’র বীর মুজাহিদগণ এই হামলাটি চালিয়েছেন। যারা আরব উপদ্বীপ নিয়ে একটি বৃহত্তর ইসলামি শরিয়াহ্ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।