কাশ্মীরে আলেমকে গুম করে খুন করলো হিন্দুত্ববাদী সেনারা

ইউসুফ আল-হাসান

1
787

কাশ্মীরে ভারতীয় দখলদারদের অত্যাচার-জুলুম চলছেই। ভারতের বিরুদ্ধে কথা বলতে বা কাজ করতে পারে- এমন সন্দেহ হলেই হতে হচ্ছে গুম, খুন বা গ্রেফতারের স্বীকার।

গত ১ সপ্তাহ আগে এমনই একজন আলেম ও দ্বায়ী মুহাম্মদ আশরাফ শাহ গুম হন। গতকাল ১৫ আগস্ট কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় নদীর কাছে মৃত অবস্থায় পাওয়া গেছে তাঁকে।

পারিবারিক সুত্রে জানা যায়, গত ৭ আগস্ট বাড়ি থেকে যাবার পর পরই উক্ত আলেমকে গুম করা হয়। এরপর অনেক অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাঁকে। পুলিশের সাহায্য চাইলেও কোন কাজ হয়নি।

তবে বিশ্লেষকরা বলছেন, জোরপূর্বক নিজেদের অবৈধ ক্ষমতা ঠিকিয়ে রাখতে হিন্দুত্ববাদী ভারত যতই বল প্রয়োগ করুক না কেন, কাশ্মীরের মুসলিমরা যে প্রতিরোধ যুদ্ধ শুরু করেছেন- এর মাধ্যমে নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দখলদার ভারত থেকে মুক্তি লাভ করেই ছাড়বে ইনশাআল্লাহ্। আর একজন সম্মানিত আলেমেদ্বীনের শাহাদাত নিঃসন্দেহে প্রতিরোধ যুদ্ধকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।



তথ্যসূত্র:
——-
1. South Kashmir preacher missing since a week found dead in Bijbehara-
– https://tinyurl.com/y2krxvwz
2. video link
https://tinyurl.com/3dh42v5w

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅখন্ড ভারত সংকল্প দিবস পালন করতে হিন্দুত্ববাদী দল ভিএইচপির সভা
পরবর্তী নিবন্ধআল-কায়েদার দুর্দান্ত অভিযানে মালিতে অবস্থানরত ৪ রুশ সেনা নিহত