সিরিয়ায় জনাকীর্ণ একটি বাজার ও লোকালয়কে টার্গেট করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসী আসাদ ও ইরান জোট। বর্বরোচিত এ হামলায় শিশুসহ ১৫ জন মুসলিম নিহত ও ৩৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
সিরিয়ান সিভিল ডিফেন্স সার্ভিস (হোয়াইট হেলমেট) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইদলিব প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত আল-বাব শহরে হামলাগুলো চালানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই গভীর রাতে হামলা চালিয়ে সাধারণ মানুষের শান্তি কেড়ে নিচ্ছিল কুখ্যাত নুসাইরি আসাদ জোট। এর পর পরই গতকাল বেসরকারি এলাকা ও বাজারকে লক্ষ্য করে বর্বর হামলাগুলো চালানো হয়।
দীর্ঘ এক দশক ধরে সিরিয়ার মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘন করছে সন্ত্রাসী আসাদ-ইরান-হিজবুল্লাহ-রাশিয়া জোট। হত্যা করা হয়েছে লাখ লাখ নারী-শিশুসহ বেসামরিক মানুষকে। শিক্ষা, চিকিৎসা, খাদ্য-বাসস্থানসহ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত এখানের মুসলিমরা। উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ সিরিয়াবাসী।
এরপরও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি আন্তর্জাতিক বিশ্ব। এমনকি গুরুতর মানবাধিকার লঙ্ঘন সত্বেও সিরিয়ার মুসলিমদের নিয়ে কোন উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি বিশ্ব সম্প্রদায়কে। কোন মিডিয়াকে দেখা যায়নি সিরিয়ার মুসলিমদের দুঃখ-দুর্দশা গুরুত্ব দিয়ে প্রচার করতে৷ উল্টো অ্যামেরিকা ও পশ্চিমা বিশ্ব বেশ কয়েকবারই আসাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে।
কথিত মানবাধিকার সংস্থা, বিশ্ব সম্প্রদায় ও হলুদ মিডিয়ার মাথাব্যথা শুধু আফগানিস্তানের তথাকথিত নারী স্বাধীনতা নিয়ে। এমনকি গতকাল ভয়াবহ হামলায় যখন ১৫ জন মুসলিম নিহত ও ৩৫ জন আহত হওয়ার মতো খবরটিও স্থান পায়নি হলুদ মিডিয়ায়।
গবেষকরা বলছেন, এটা এখন স্পষ্ট যে বর্তমান বিশ্বে মানবাধিকার বলতে বুঝায় অমুসলিমদের মানবাধিকার। মুসলিমদের মানবাধিকার নেই। এ জন্যই সিরিয়ায় নারী-শিশুদের হত্যা করা হলেও সেটি কোন মানবাধিকার লঙ্ঘন নয়। অন্যদিকে আফগানিস্তানের মেয়েদের কথিত স্বাধীনতার নামে পশ্চিমা সংস্কৃতি ধারণ করা থেকে রক্ষা করতে চাইলে সেটি মানবাধিকার লঙ্ঘন হয়!
তথ্যসূত্র:
——–
1. 15 dead, 35 injured after rocket hits market in Syria’s Albab.
– https://tinyurl.com/54dvdvub
2. 14 dead, 35 injured after rocket hits market in Syria’s Albab
– https://tinyurl.com/yc8syb4c
He Allah Amar Kolijader K Hefajot Koru.Amin
প্রতিটি রক্তকনার হিসেব নেয়া হবে ইন শা আল্লাহ!