উগান্ডান বাহিনীর ২টি ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে ৮ দখলদার সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
বিবরণ অনুযায়ী, গত ২২ আগস্ট দুপুরের কিছুক্ষণ পর দক্ষিণ সোমালিয়ার শাবেলি রাজ্যে একটি অতর্কিত সফল হামলা চালিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। যা রাজ্যটির জানালী শহরে অবস্থিত দখলদার উগান্ডান বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে পরিচালনা করা হয়েছিলো। আর তাতেই ক্রুসেডার বাহিনীর অন্তত ২ সৈন্য নিহত এবং অন্য এক সৈন্য আহত হয়। এছাড়াও ঘাঁটি সহ বহু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
এই হামলার একদিন আগে, একই রাজ্যের বারাউই শহরের উপকূলীয় এলাকায় আরও একটি সামরিক অভিযান চালান মুজাহিদগণ। এটিও ক্রুসেডার উগান্ডান বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। যেখানে মুজাহিদগণ ভারী অস্ত্র শস্ত্র নিয়ে আঘাত হানেন। ফলে দখলদার উগান্ডান বাহিনীর অন্তত ৬ সৈন্য নিহত এবং আরও ৫ সৈন্য গুরুতর আহত হয়।
পূর্ব আফ্রিকায় এখন এভাবেই ইসলাম ও মুসলিমের শত্রুদেরকে মুড়ি-মুড়কির মতোই নির্মূল করে যাচ্ছেন আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধারা।
Alhamdulillah